১৫টি সেরা উয়োকমার্স থিম: অনলাইন স্টোরের মান উন্নয়নের জন্য
() translation by (you can also view the original English article)
অনলাইন স্টোর চালু করা ক্রেতার ভিত্তিস্থল তৈরি করতে এবং আপনার আয় বৃদ্ধি করতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উয়োকমার্সে এমন অনেক সুবিধা রয়েছে যেগুলো এটিকে যে কোন ক্ষুদ্র ব্যবসায়ীদের অনলাইনে পণ্য বিক্রির চমৎকার উপায় তৈরি করে দেয়। তারা কায়িক বা ডিজিটাল অথবা দুই ধরণের পণ্যই বিক্রি করতে পারবেন।
উয়োকমার্স সেট আপ এবং ব্যবহার করা খুব সহজ। কেন্দ্রীয় প্লাগইন একদম বিনামূল্যে পাবেন। এর মানে হচ্ছে কয়েক মিনিটের মধ্যেই আপনি পেতে পারেন একটা সম্পূর্ণ সচল ও কার্যকর দোকান।
এটি যে কোন ওয়ার্ডপ্রেস থিমের সাথে সমন্বিত করা যায় এবং এর ডিজাইন হচ্ছে একদম পরিচ্ছন্ন ও পরিমিত। কাজেই আপনার স্টোরটি কখনোই অনাকাঙ্ক্ষিত মনে হবে না।
মূল্য পরিশধের ব্যবস্থা করাও অনেক সহজ। আপনি চাইলে পেপ্যাল, সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার, ডেলিভারির সময় হাতে হাতে মূল্য পরিশোধ বা চেকের মাধ্যমে মূল্য পরিশোধের ব্যবস্থা করতে পারেন। এটা বলে রাখা ভালো যে আপনি মূল্য পরিশোধের বাড়তি পদ্ধতিও চালু করতে পারবেন নানান ধরণের উয়োকমার্স এক্সটেনশনের মাধ্যমে।
আর উয়োকমার্স ব্যবহার করার সর্বশেষ কারণটিই সবচাইতে গুরুত্বপূর্ণ।
ইমেইল অপশন যুক্ত করা থেকে শুরু করে কুইকবুকের মতো জনপ্রিয় একাউন্টিং সফটওয়্যারের সাথে উয়োকমার্সকে সমন্বিত করার মতো কাজও এখানে সম্ভব।
সবশেষে, যেহেতু উয়োকমার্স এত বেশি জনপ্রিয় কাজেই আপনি চাইলেই অন্যান্য ব্যবহারকারীদের কাছ থেকে প্রশ্নের উত্তর বা অন্যান্য সহায়তা পেতে পারেন। এছাড়া উয়োকমার্স ডেভেলপ এবং কাস্টমাইজেশনের কাজে যারা দক্ষ তারাও সহযোগিতা করতে পারবে। কাজেই বলাই যায় বেশ চমৎকার জিনিস এটা।



উয়োকমার্স থিমে কোন বিষয়টি খেয়াল রাখতে হবে?
সঠিক থিমটি বেছে বের করা সব সময় সহজ কাজ নয়। তবে এই বাছাই প্রক্রিয়া সহজ করতে কিছু পরামর্শ দেওয়া হল:
- আকর্ষণীয় ডিজাইন - শুধু যে দেখতে ভালো তা নয়, আপনার পছন্দ করা থিমটি দর্শক এবং বিক্রয়যোগ্য পণ্যের জন্য উপযুক্ত হতে হবে। যেমন, আপনি যদি শিশুদের জন্য পোশাক বা খেলনা বিক্রি করেন তাহলে হাশিখুশি ও উজ্জ্বল রঙের কোন একটা থিম বেছে নিন।
-
নিয়মিত আপডেট করা এবং সহায়তা দেওয়া - এমন একটি থিম বাছাই করুন যেটি খুব ভালোভাবে রক্ষা করা হয়। এতে করে উয়োকমার্স বা ওয়ার্ডপ্রেস যখন নিজেদের আপডেট রিলিজ করবে তখন সম্ভাব্য সংঘর্ষ রোধ করা যাবে।
-
কাস্টম ফাংশনালিটি - আপনি যদি দেখেন যে স্লাইডার, কাস্টম উইজেট বা বিভিন্ন সম্ভাব্য লেআউট ইত্যাদি কাস্টম ফাংশনালিটি প্রয়োজন হচ্ছে তাহলে এমন একটি থিম বেছে নিন যেখানে ই বৈশিষ্ট্যগুলো আগে থেকেই যুক্ত আছে।
- সক্রিয় ডিজাইন এবং দ্রুত লোড হয় - মোবাইল ডিভাইসের ক্রমবর্ধমান ব্যবহারের বিষয়টি মনে রাখবেন এবং এমন একটি থিম বেছে নিন যেখানে সক্রিয় ডিজাইন রয়েছে এবং দ্রুত লোড করা যায়।
আমাদের বেশিরভাগ উয়োকমার্স থিমে ইতোমধ্যেই এইসব বৈশিষ্ট্য রয়েছে। কাজেই আপনার অনলাইন স্টোরটিকে জনপ্রিয়তার পরবর্তী ধাপে নিয়ে যাওয়া কোন ব্যাপারই না। এই পোস্টে আপনার দোকানটিকে আরও উন্নত করে তুলতে আমাদের সবচাইতে বেশি বিক্রিত উয়োকমার্স থিমগুলো নিয়ে আলোচনা করেছি।
এখনই পরখ করার জন্য সেরা কিছু উয়োকমার্স থিম
এখানে জনপ্রিয় এবং এনভাটো মার্কেটে (থিমফরেস্ট) উঠতি পনেরোটি উয়োকমার্স থিম দেওয়া হল। নতুন অনলাইন স্টোর শুরু করার এটি খুব ভালো একটি উপায়।
১। ফ্ল্যাটসাম - সবচাইতে বেশি বিক্রিত উয়োকমার্স থিম ডিজাইন
ফ্ল্যাটসাম একটি চমৎকার সক্রিয় উয়োকমার্স থিম যেখানে আধুনিক ডিজাইন এবং প্রচুর বৈশিষ্ট্য রয়েছে। এখানে ফ্ল্যাটসাম পেইজ বিল্ডার রয়েছে যেটি আপনার দোকানের জন্য মজার সব লেআউট তৈরি করা সহজ করে দিবে। যেমন আপনার হোমপেইজের জন্য পিন্টারেস্টের মতো লেআউট তৈরি করে দিতে পারবে।
থিম অপশন প্যানেলটি ব্যবহার করা বেশ সহজ এবং রং, ফন্ট, আপনার নিজস্ব লোগো যোগ করা, এবং শপিং কার্টের আইকন এই সবকিছু কাস্টমাইজেশন করা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে তৎক্ষণাৎ লাইভ সার্চ কাস্টমাইজড চেক-আউট পেইজ, দ্রুত দেখার জন্য বিল্ট-ইন ফিচার, অসীম সাইডবার এবং আরও অনেক কিছু রয়েছে।



২। কাল্যা - উয়োকমার্সের বহুমুখী ওয়ার্ডপ্রেস থিম
কাল্যাস হচ্ছে একটি বহুমুখী সক্রিয় উয়োকমার্স থিম যেখানে সহজে ব্যবহারযোগ্য পেইজ বিল্ডার রয়েছে এবং যা আপনাকে যে কোন ধরণের লেআউট তৈরির ব্যবস্থা করে দিবে। একটি সাধারণ ইকমার্স সাইট ছাড়িয়ে আপনার ওয়েবসাইটটি হয়ে উঠবে অনন্য মাত্রার। এই থিমটি দ্রুত লোড করার জন্য অপটিমাইজ করা হয়েছে। এই থিমের স্মার্ট লোডারের সাহায্যে শুধুমাত্র আপনার পেইজের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো লোড করা যাবে।
অন্যান্য ফিচারে রয়েছে অসংখ্য কাস্টম কালার স্কিম, গুগল ফন্টের ব্যবহারের সুবিধা, এসইও অপটিমাইজড কোড, ভাষান্তরের সুবিধা, আগে থেকে তৈরি ১২টি লেআউট অপশন, মেইলচিম্পের সাথে সমন্বয়ের সুবিধা এবং আরও অনেক কিছু। এই সবকিছু দিয়ে আপনি সহজেই তৈরি করে ফেলতে পারবেন আপনার স্বয়ংসম্পূর্ণ অনলাইন স্টোর।



৩। শপকিপার - উয়োকমার্সের জন্য ইকমার্স ডাব্লিউপি থিম
শপকিপারে দৃশ্যের আড়ালে অনেক শক্তিশালী বৈশিষ্ট্যসম্পন্ন পরিচ্ছন্ন ো অভিজাত সব ডিজাইন রয়েছে। সক্রিয় হওয়ার পাশাপাশি আপনার দোকান যতো দ্রুত সম্ভব কার্যকর করে ফেলতে এখানে অনেকগুলো আগে থেকেই প্রস্তুত লেআউট সরবরাহ করা হয়। সেই সাথে আপনার নিজের মতো করে লেআউট তৈরি করে নেওয়ার সুবিধাও রয়েছে।
অন্যান্য ফিচারে রয়েছে অসংখ্য হেডারের মধ্য থেকে বেছে নেওয়ার সুযোগ, কাস্টম কালার স্কিম ও ফন্ট, একটি জমকালো রেভল্যুশন স্লাইডার, অর্ডার ট্র্যাক করার বিল্ট-ইন পদ্ধতি, ট্যাক্স ও জাহাজের মাধ্যমে পণ্য সরবরাহের খুঁটিনাটি, এবং সেই সাথে একটি বিল্ট-ইন কুপন পদ্ধতি।



৪। পোর্টো - পপুলার ওয়ার্ডপ্রেস উয়োকমার্স থিম
পোর্টোতে রয়েছে ২৫টি অনন্যসাধারণ হোমপেইজ লেআউট, আলো-আঁধারি সংস্করণ, এবং থিমের যে কোন বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য একটি শক্তিশালী অ্যাডমিন প্যানেল। এসব কিছুই আপনার স্টোরটিকে নজরকাড়া করে তুলবে।
আপনার অনলাইন স্টোরটি দ্রুত সাজিয়ে তুলুন অসংখ্য হেডার এবং স্টাইল, সাইডবার লেআউট, উলম্ব ও আনুভূমিক মেগা-মেন্যু, দোকানের ক্যাটাগরি পরিবর্তন করার সুবিধা, এক পলকে দেখার জন্য সংক্ষিপ্ত রূপ, এবং জুম করার সুবিধাসহ। এই জনপ্রিয় উয়োকমার্সের থিমের অসংখ্য সুবিধার এগুলো কিয়দাংশ মাত্র।



৫। এক্সস্টোর - স্টাইলিশ উয়োকমার্স স্টোর থিম
আপনি যদি স্টাইলিশভাবে আপনার প্রতিটি পণ্যকে উপস্থাপন করার জন্য উপযুক্ত থিম চান তাহলে এক্সস্টোরের বিকল্প নেই। নানান ধরণের লেআউট ব্যবহার করে প্রতিটি পণ্যের পেইজকে মনের মতো সাজিয়ে নেওয়া যাবে। কাস্টম হোভার অপশন ব্যবহার করে এটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যান। এটির সুবিধা হচ্ছে ক্রেতা সাথেই পণ্যটি কিনতে পারবেন, জুম করে বড়ো করে দেখতে পারবেন অথবা কিনতে চান এমন তালিকায় যোগ করতে পারবেন।
ডিজাইনের ফিচারে অসংখ্য হেডার অপশন, পণ্য বাছাই করার ক্ষমতা, পণ্যের সাথে ভিডিও যোগ করা, এবং সেই সাথে কাস্টম উইজেটের মাধ্যমে কোন ব্র্যান্ডের পণ্য বিক্রি করছেন তা প্রদর্শন করা যাবে।



৬। ইলেক্ট্রো - ইলেক্ট্রনিক স্টোরের জন্য উয়োকমার্স থিম
ইলেক্ট্রনিক্স স্টোরের জন্য উপযুক্ত দারুণ একটি থিম হচ্ছে ইলেক্ট্রো। এখানে সক্রিয় ডিজাইনের পাশাপাশি জনপ্রিয় কিছু উয়োকমার্স এক্সটেনশন সমন্বিত করা আছে। তার মধ্যে রয়েছে ওয়াইআইটিএইচ উইশলিস্ট, ওয়াইআইটিএইচ উয়োকম্পেয়ার, রেভল্যুশন স্লাইডার, এবং ভিজ্যুয়াল কম্পোজারের পেইজ তৈরি করার সুবিধা।
বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অ্যাডভান্সড লাইভ সার্চ, পণ্যের সারি, পণ্যের নানান ধরণের ডিল, দোকানের বিবরণ, মনের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য শক্তিশালী ফিচার যেমন অসংখ্য রং এবং ফন্ট, বিভিন্ন ধরণের হেডার যুক্ত করার সুবিধা, এবং একটি মেগা মেন্যু। আপনার যদি কোন অনলাইন স্টোর তৈরি করার দরকার হয় এবং আধুনিক যন্ত্রপাতি বা ইলেক্ট্রনিক্স বিক্রি করতে চান তাহলে বেছে নিন ইলেক্ট্রো থিম!



৭। অক্সিজেন - পরিমিত বৈশিষ্ট্যসম্পন্ন উয়োকমার্স ওয়ার্ডপ্রেস থিম
অক্সিজেনে রয়েছে পরিমিত ও অভিজাত ডিজাইন। সেইসাথে থিমের রূপ পরিবর্তন করতে নানান ধরণের সুবিধা রয়েছে। আপনি চার ধরণের হেডার টাইপের মধ্য থেকে বেছে নিতে পারবেন, ফন্ট পরিবর্তন করতে পারবেন, আপনার দোকান এবং ব্লগের সেটিং পরিবর্তন করতে পারবেন, এবং ভিজ্যুয়াল কম্পোজার দিয়ে নতুন নতুন পেইজ লেআউট তৈরি করতে পারবেন।
আপনি সুন্দর স্লাইডশোয়ের মাধ্যমে আপনার পণ্য প্রদর্শন করতে পারবেন রেভল্যুশন স্লাইডার প্লাগইনের মাধ্যমে। অক্সিজেন এসইওর জন্যেও অপটিমাইজ করা হয় এবং এতে কাস্টম সার্চ ও ৪০৪ পাইজ থাকে।



৮। ব্যাজেল - সক্রিয় ডাব্লিউপি ইকমার্স থিম
অনেক ধরণের কাজের জন্য উপযুক্ত এই ব্যাজেল থিমটি বেশ পরিচ্ছন্ন এবং সক্রিয়। ড্র্যাগ করে ড্রপ করার সুবিধাসম্পন্ন পেইজ তৈরি করার পদ্ধতি থাকার কারণে পরিবর্তন করা আরও সহজ হয়েছে। আরও আছে! এই ডাব্লিউপি থিমটি রেভল্যুশন স্লাইডার, উইশলিস্ট প্লাগইন, কন্টাক্ট সেভেন ফর্ম, মেইলচিম্প নিউজলেটার ইত্যাদির সাথে সমন্বিত। সেই সাথে আপনার রং, ফন্ট, পণ্য, পেইজ এবং আরও অনেক কিছু রূপান্তর করার সুযোগ রয়েছে।
এসব ফিচারের মধ্যে রয়েছে শ্রেনিভিত্তিকভাবে পণ্য খুঁজে বের করা, এক নজর চোখ বুলানোর জন্য সহজে এখনই তৈরি করে ফেলুন অনলাইন স্টোর!



৯। অ্যাটেলিয়ার - বহুমুখী সৃষ্টিশীল ইকমার্স থিম
অ্যাটেলিয়ার হচ্ছে এমন একটি বহুমুখী সৃষ্টিশীল থিম যেখানে আপনি উয়োকমার্স সমন্বয়ের সুবিধা ছাড়াও আরও অনেক কিছু পাবেন। ডিজাইনটি শুধু যে সক্রিয় এবং দ্রুত লোড করা যায় তা নয়, অ্যাটেলিয়ারের সাহায্যে আপনি আপনার স্টোরে বিবিপ্রেস ও বাডিপ্রেসের জন্য সাপোর্ট পেতে সামাজিক স্তর যোগ করতে পারেন।
অ্যাটেলিয়ারের ডিজাইনে ভিডিও অথবা প্যারালাক্স ব্যাকগ্রাউন্ড, অ্যানিমেট করা যায় এমন হেডার, কার্টের জন্য বিভিন্ন ধরণের লেআউট ও অ্যানিমেশন, বিল্ট-ইন শর্টকোড, রূপান্তরযোগ্য আইকন, এবং নানান ধরণের কালার স্কিম বেছে নেওয়ার সুবিধা রয়েছে। অ্যাটেলিয়ার বিল্ট-ইন সুইফট পেইজ বিল্ডারসহও পাওয়া যায়। ফলে নিজের মনমতো লেআউট তৈরি করা সহজ হয়ে যায়।



১০। অরাম - পরিমিত ডাব্লিউপি শপিং থিম
অরাম হচ্ছে আধুনিক ডিজাইনের সক্রিয় পরিমিত উয়োকমার্স থিম। এটি একটি চমৎকার রূপান্তরযোগ্য, দ্রুত গতির থিম যেটাতে চারটি ডেমো লেআউট, আঞ্চলিকভাবে রূপান্তরিত স্বাগতম জানানোর জন্য তৈরি পেইজ যেখানে ব্যবহারকারিরা তাদের অবস্থান অনুযায়ী প্রয়োজনীয় দোকানটি খুঁজে নিতে পারবে এমন সুবিধা, এবং টাচ ডিভাইসে ব্যবহার করার উপযুক্ত ডিজাইন রয়েছে।
এটি বিভিন্ন ধরণের হেডার স্টাইল, ইমেজ ও ক্যাটাগরির ব্যানার, প্রশ্নোত্তর পাতা, এবং ভিজ্যুয়াল কম্পোজার ও অন্যান্য গুরুত্বপূর্ণ প্লাগইনের জন্য সহায়তা সুবিধা রয়েছে।



১১। মার্চেন্ডাইজার - উয়োকমার্সের জন্য ইকমার্স থিম
মার্চেন্ডাইযার হচ্ছে সাধারণ একটি হালকা ধরণের ওয়ার্ডপ্রেসইকমার্স থিম যা দিয়ে সাধারণ একটি দোকান তৈরি করে ফেলতে পারবেন। বাড়তি কোন ফিচারের দরকার হবে না। এই থিমটি সক্রিয়, দ্রুত লোড করা যায় এবং এসইওর জন্য অপটিমাইজ করা।
যদিও এটি হালকা আয়তনের, তবুও এটির কাস্টমাইজেশন সুবিধা অনেক শক্তিশালী। ফলে নিজের মন মতো সাজিয়ে নিতে পারবেন সহজেই। এখানে জমকালো সব পণ্যের ছবি, ক্যানভাসের বাইরে শপিং কার্ট ও কুইক ভিউ, উইজেট সুবিধাসহ সার্চ করার সুযোগ, এবং বিস্তৃত শপ ক্যাটালগ অপশন রয়েছে।



১২। দ্যা রিটেইলার - রূপান্তরযোগ্য ওয়ার্ডপ্রেস উয়োকমার্স থিম
আপনি যদি ডিজিটাল ও ফিজিক্যাল দুই ধরণের পণ্যই বিক্রি করে থাকেন তাহলে রিটেইলার একটি ভালো পদ্ধতি। এই থিমের সাহায্যে দুটোই প্রদর্শন করা সহজ। এখানে ভিন্ন ভিন্ন ধরণের পণ্য প্রদর্শনের সুব্যবস্থাও রয়েছে।
এটি একটি সক্রিয় ডাব্লিউপি থিম যেটি যে কোন ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব। গুগল ফন্ট, কাস্টম কালার স্কিম, আগে থেকে তৈরি পেইজ লেআউট, এবং ইম্পোর্ট করার জন্য প্রস্তুত কন্টেন্টের নমুনা ইত্যাদি সুবিধার কারণে এটি দ্রুত ও দক্ষতার সাথে আপনার স্টোর সেট আপ করে দিতে পারবে।



১৩। মিস্টার টেইলর - ইকমার্স ওয়ার্ডপ্রেস থিম ডিজাইন
মিস্টার টেইলর হচ্ছে নানান কাজে ব্যবহৃত একটি উয়োকমার্স থিম। এতে রয়েছে সক্রিয় ডিজাইন, অ্যাডভান্সড টাইপোগ্রাফির সুবিধা, বিভিন্ন ধরণের বিল্ট-ইন লেআউট সুবিধা, এবং ভিজ্যুয়াল কম্পোজারের সাহায্যে সম্পূর্ণ নতুন করে লেআউট তৈরির সুবিধা।
থিম অপশন প্যানেল আপনার ওয়েবসাইটটি যে কোন উপায়ে রূপান্তরিত করে আপনার স্টোরটিকে একটি অনন্যসাধারণ রূপ দিবে। আপনার পণ্যগুলো সবার মধ্যে আলাদা হয়ে চোখে পড়বে তার দৃঢ় উপস্থিতি, পণ্য বাছাইয়ের সুবিধা, বিল্ট-ইন কুপন ব্যবস্থা এবং যুম করার সুবিধার জন্য।



১৪। রয়্যাল - বহুমুখী ওয়ার্ডপ্রেস উয়োকমার্স টেম্পলেট
রয়্যাল একটি পরিপাটি ও অভিজাত ডিজাইনের সহজে ব্যবহারযোগ্য পেশাদার উয়োকমার্স থিম। এখানে কয়েকটি স্টোর লেআউট রয়েছে। সেই সাথে ল্যান্ডিং পেইজ টেম্পলেট, সার্ভিস টেম্পলেট, এবং কর্পোরেট লেআউট রয়েছে। ইকমার্স ফিচার দরকার হয় এমন সব বড়ো বড়ো কোম্পানির জন্য এটি দারুণ কার্যকরী।
এই থিমে কয়েকটি শক্তিশালী প্লাগইন রয়েছে, যেমন লাইভ চ্যাট প্লাগইন এবং রেভল্যুশন স্লাইডার।ইকমার্স সাইট তৈরি করার জন্য এগুলো কাজে দেয়।



১৫। সুপ্রিমা - ইকমার্স অনলাইন স্টোরের থিম
সুপ্রিমা হচ্ছে একটি আধুনিক কার্যকরী থিম যাতে রয়েছে সক্রিয় ডিজাইন যা দিয়ে নানান কাজে দক্ষতা অর্জন করতে পারবেন। এই দুই ক্ষেত্রেই চোখ ধাঁধানো ইমেজ সাপোর্ট করে। সেই সাথে স্বতন্ত্র পণ্যের পেইজ, পণ্য প্রদর্শনের জমকালো স্লাইডশো, উইশলিস্ট ফাংশনালিটি, এবং একাধিক শপিং লিস্টের অপশন সরবরাহ করে।
কাস্টমাইজেশন ফিচারের মধ্যে রয়েছে আপনার স্টোরের সবগুলো বৈশিষ্ট্যের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ, হেডারের একাধিক কার্যকারিতা, স্লাইডে ভিডিও অন্তর্ভুক্ত করার সুবিধা, প্যারালাক্স সেকশন, সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টের জন্য উইজেট, এবং আরও অনেক কিছু। অনলাইন স্টোর তৈরি করার জন্য এটি একটি দারুণ ডাব্লিউপি থিম!



অনলাইন স্টোরের জন্য সেরা পরামর্শ ও সমাধান
একটি সফল অনলাইন স্টোর প্রতিষ্ঠার মূলমন্ত্র হচ্ছে আপনার ক্রেতাদের শপিঙের অভিজ্ঞতাকে আনন্দময়, সহজ এবং দ্রুত করে তোলা। এখানে কিছু আইডিয়া দেওয়া হল যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার সাইটটি ঠিকঠাক চলছে। সেই সাথে ক্রেতাদের আপনার স্টোরে বারবার ফিরিয়ে আনতেও এই আইডিয়াগুলো কাজে দিবে।
১। আপনার স্টোর ঠিকমতো সেট আপ করা হয়েছে কিনা নিশ্চিত হয়ে নিন
উয়োকমার্স ইন্সটল এবং সেট আপ করা সহজ হলেও আরও বিস্তারিত সেটিং প্রক্রিয়া দেখে নিন সময় করে। সবকিছু আপনার প্রয়োজনমতো কনফিগার করা হয়েছে কিনা দেখে নিন।
রং পরিবর্তন করে দিন যাতে স্টোরের সাথে আপনার ওয়েবসাইটের রং মিলে যায়। সেই সাথে প্রতিটি বিনিময়ের সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে পাঠানো ইমেইলে দিন একটা পেশাদার ছোঁওয়া। উয়োকমার্স সেট করার আরও প্রক্রিয়া জানতে আমাদের বিনামূল্যে বিতরণ করা কোর্সগুলো দেখে নিন: উয়োকমার্স শিখে নিতে শিক্ষানবিসদের জন্য নির্দেশনা। এখানে কোর্সে উল্লেখিত উয়োকমার্সের একটি সাধারণ পরিচিতি দেওয়া হল:
২। উঁচু মানের ছবি ব্যবহার করুন
অনলাইন স্টোরের জন্য ফটোগ্রাফির প্রভাবকে খাটো করে দেখবেন না। আপনার পণ্যের ছবিগুলো উঁচু মানের হচ্ছে কিনা টা নিশ্চিত হয়ে নিন। প্রতিটি পণ্যের খুঁটিনাটি তুলে ধরুন। উপযুক্ত ব্যাকগ্রাউন্ডে উপস্থাপন করুন এই ছবিগুলো। সেই সাথে ছোট স্ক্রিনে দেখার সময় সেগুলো যাতে সুন্দরভাবে ফুটে উঠে তাও খেয়াল রাখবেন। সুপ্রিমা বা মিস্টার টেইলরের মতো উয়োকমার্স থিম ব্যবহার করার সম্ভাবনা উড়িয়ে দিবেন না।
৩। অপটিমাইজ করবেন সার্চ ইঞ্জিনের জন্য। কিন্তু লিখবেন মানুষের জন্য
পণ্যের বর্ণনা লেখার সময় আপনার পণ্যের সাথে সম্পর্কিত মূল শব্দগুলো অন্তর্ভুক্ত করে দিন। তবে নিশ্চিত করে নিন যে আপনার লেখাটি যাতে এমনভাবে লেখা হয় যেন মানব অতিথিরা এটি পড়ে আগ্রহী হয়ে উঠে। আপনার ব্র্যান্ডের বক্তব্যকে তুলে ধরুন এবং নিজেদের গল্পগুলো সাজিয়ে নিন তার মধ্যেই। মনে রাখবেন যে চিত্তাকর্ষক লেখার মাধ্যমেই আপনি আপনার কনভার্সন হারে আকাশ পাতাল পার্থক্য আনতে পারবেন।
৪। বিস্তারিত বিবরণ অন্তর্ভুক্ত করুন
ফিজিক্যাল দোকানের চাইতে অনলাইনে কেনাকাটা অনেক বেশি সুবিধাজনক। যাই হোক, একদম নির্দিষ্ট বিস্তারিত বিবরণ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। আপনার পণ্যের ৩৬০ ডিগ্রী ভিউ অন্তর্ভুক্ত করে, পোর্টো বা এক্সস্টোরের ইকমার্স থিমে পাওয়া জুম করার সুবিধা, এবং অরামের প্রশ্নোত্তর পাতার মতো কাস্টম পেইজ যেখানে আপনার শিপিং এবং পণ্য ফেরত নেওয়ার নীতি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য যুক্ত থাকবে এমন কিছু যোগ করলে আপনি এতে সফল হবেন। সবশেষে, লাইভ চ্যাটের সুবিধা অন্তর্ভুক্ত করা যায় কিনা ভেবে দেখুন অথবা রয়ালের মতো থিম ব্যবহার করুন যেখানে এমন সুবিধা আগে থেকেই রয়েছে।
৫। ক্রেতাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলুন
ক্রেতাদের সাথে সুসম্পর্ক বজায় রাখাই হচ্ছে তাদের কাছে বারবার পণ্য বিক্রি করার সেরা উপায়। আপনার দোকানে কোন বিশেষ ঘোষণা থাকলে সেটি জানিয়ে নিউজলেটার পাঠাতে পারেন। অথবা ধন্যবাদ বার্তা হিসেবে ডিসকাউন্ট কোড বা কুপন পাঠিয়ে ইমেইল করতে পারেন। সম্পর্ক বজায় রাখতে এমন আপনি তাদের কথাও ভাবছেন তা জানানোর এটাই সেরা পন্থা। এতে করে পরিশেষে ক্রেতা আপনাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে পারবে এবং আপনার ব্র্যান্ডের প্রতি আস্থা রাখবে। ব্যাজেলের মতো ওয়ার্ডপ্রেস ইকমার্স থিম ব্যবহার করে আপনার স্টোরে নিউজলেটার অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করতে পারেন।
সবশেষে, আপনি যেই থিমই পছন্দ করেন না কেন, নিশ্চিত হয়ে নিন যে সেটি ভালোভাবে তৈরি করা, নিয়মিত আপডেট করা হয় এবং এগুলো যারা তৈরি করেছেন তাদের সাহায্য সহজলভ্য থাকবে।
আপনার উয়োকমার্স স্টোর চালু করে দিন
সবকিছু গুছিয়ে আপনার উয়োকমার্স স্টোরটি চালু করতে চাইলে আমাদের সেরা বিক্রিত উয়োকমার্স থিমগুলো দেখে নিন। এগুলোর শুধু ডিজাইনের দিক থেকে সেরা তা নয়, বরং এর সাথে রয়েছে ছয় মাসের বিনামূল্যে সহায়তা পাওয়ার সুযোগ।