বেষ্ট ওয়ার্ডপ্রেস ম্যাগাজিন থিমসঃ ব্লগ ও নিউজ ওয়েবসাইটের জন্য
Bengali (বাংলা) translation by Arnab Wahid (you can also view the original English article)
ম্যাগাজিন ও নিউজ ওয়েবসাইট বানানোর জন্য ওয়ার্ডপ্রেসের চেয়ে ভালো উপায় খুব কমই আছে।
The New York Times, TechCrunch, CNN, Reuters, Mozilla’s Blog সহ অন্যান্য জনপ্রিয় নিউজ সাইট সহ আরও অন্যান্য অনেক সাইট ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্মে তৈরি করা। এথেকে বোঝা যায়, ওয়ার্ডপ্রেস কত স্কেলেবল।
আপনার ম্যাগাজিন সাইটের জন্য একটি নিখুঁত ওয়ার্ডপ্রেস থিম নির্বাচন বেশ কৌশলি একটা কাজ। পাবলিশার হিসেবে আপনার এমন একটি সাইট দরকার যেখানে প্রচুর কন্টেন্ট একটি সিঙ্গেল স্ক্রিনে শো-কেস করতে হবে, তার পাশাপাশি কন্টেন্ট দৃষ্টিনন্দন করে তোলা ও পাঠকের আগ্রহ বাড়িয়ে তোলাতেও মনযোগী থাকতে হবে।
বেষ্ট ওয়ার্ডপ্রেস ম্যাগাজিন থিমস
আপনার সিলেকশনে সাহায্য করার জন্য, আমরা ThemeForest মার্কেটপ্লেসে থাকা বেষ্ট ওয়ার্ডপ্রেস থিমগুলোর একটি লিস্ট তৈরি করেছি। এই লিস্টটি এই আর্টিকেল প্রকাশের পর থেকে নিয়মিত হালনাগাদ করা হয়, তো আসুন দেখা যাক নতুন কি কি খবর পাওয়া যায়!
১। Barcelona
Barcelona একটি ক্লিন কাট ম্যাগাজিন থিম, জেটার মধ্যে শার্প এজেস, বোল্ড হোয়াইটস্পেস, হাই কন্ট্রাস্ট এর ব্যবহার হয়েছে ( যেটি চোখে সমস্যা থাকা পাঠকদের জন্য পড়া সহজ করে তোলে )। এটির মধ্যে ১১ রকমের পেইজ মডিউল ও ৬ রকমের পোষ্ট স্টাইল ফিচার করা হয়েছে। - থিমটি দেখতে কেমন তা জানার জন্য থিমের ডেমো চেক করুম।



২। BoomBox
BoomBox একটি অল পারপাস ভাইরাল ম্যাগাজিন থিম, এটি পপ কালচার ওয়েবসাইটের জন্য একটি চমৎকার উদাহরণ। এখানে গল্প, কুইজ, ইত্যাদি পোষ্ট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যে সহজেই ছড়িয়ে দেয়ার অপশন রয়েছে। এটিতে ট্রেন্ডিং মিটার, রিয়্যাকশন ও ভোটিং সিস্টেম বিল্টইন দেয়া রয়েছে। বাপরে!



৩। Authentic
লাইট ও ক্লাসিক, Authentic থিমটি লাইফস্টাইল ব্লগার ও ম্যাগাজিনের জন্য তৈরি। এই থিমের সাপোর্ট খুবই চমৎকার। (অফিস আওয়ার চলাকালীন যেকোনো প্রশ্নের উত্তর মাত্র ৩০ মিনিটের মধ্যে সরবরাহ করা হয়। )



৪। Redwood
Redwood একটি রেসপনসিভ ওয়ার্ডপ্রেস থিম, এটিতে স্লাইডার, ৩ রকমের প্রোমো বক্স, বিভিন্ন ক্যাটাগরির শোকেস ফিচার করা হয়েছে। এই থিমে ৫ টি ভিন্ন রকমের লে আউট, ফুল উইদ ভার্শন, ভিডিও, গ্যালারি, মিউজিক সহ ৫ রকমের পোষ্ট ফরমেট রয়েছে।
এই থিমে ফেসবুক ও ইন্সটাগ্রামের জন্য কাস্টম উইজেট অপশনও রয়েছে। এছাড়া, প্রোফাইল ও সোশ্যাল উইজেট অপশনও রয়েছে। ইজি কাস্টমাইজেশন অপশনও রয়েছে, যার সাহায্য সহজেই ওয়েবসাইটের কালার (ব্র্যান্ডিং) এক ক্লিকের মাধ্যমেই পরিবর্তন করা যায়।



৫। The Voux
The Voux একটি স্টাইলিশ ম্যাগাজিন ওয়ার্ডপ্রেস থিম, এটি খুবই কমপ্রিহেনসিভ ও লাইটওয়েট। এটি রেসপনসিভ, রেটিনা রেডি, তাই যে কোন ডিভাইসেই সাইট খুব নান্দনিক দেখা যায়, তাই পাঠকের কাছে কন্টেন্ট সবসময় নান্দনিক হয়ে উপস্থাপিত হয়।
এই থিমে, ইমেজ হাইলাইট, ইনফিনিট স্ক্রোল, সোশ্যাল মিডিয়ায় পোষ্ট শেয়ারিং, ইত্যাদি ফিচার বিল্টইন রয়েছে। সাথে আছে আরো অনেক কিছু। এই থিমে ভিসুয়াল কম্পোজার প্লাগিন দেয়া আছে, যার জন্য ড্র্যাগ অ্যান্ড ড্রপের সাহায্যে সহজেই কাস্টমাইজ করা যায়।



৬। Newstube
Newstube ভিডিও ওরিয়েন্টেড সাইট গুলোর জন্য একটি ক্লিন থিম। এই থিমটি সম্পুর্ন রেসপনসিভ, রেটিনা রেডি; এতে ফ্লেক্সিবল থিম লেআউট, এক্সটেনসিভ থিম অপশন, ভিডিও সাপোর্ট, জনপ্রিয় সাইটগুলো যেমন- ইউটিউব, ভিমিও ও ডেইলি মোশন ইন্টিগ্রেশন রয়েছে।
এই ডিভিও থিমের সাহায্যে ফ্রন্টেন্ড থেকেই ভিডিও সাবমিট করা যায়, ভিডিও চ্যানেল ও প্লেলিস্ট ও বানানো যায়, আবার ইউটিউব ভিডিও চ্যানেলও সাইটে ইমপোর্ট করা যায়।



৭। Flex Mag
Flex Mag তৈরি করা হয়েছে মোবাইল ফার্স্ট ডিজাইনের কথা মাথায় রেখে, এটায় পাঠকদের আর্টিকেলগুলো ক্যাটাগরি ও ফিচার মাফিক বাছাই করার সুযোগ দেয়া হয়েছে। লেটেস্ট পোস্টগুলোও বেছে নেয়ার অপশন সেকেন্ডারি ন্যাভিগেশনে দেয়া আছে। এই থিমে অনেকগুলো ভালো ফিচার দেয়া রয়েছে, যেমন ফ্লাই আইউট ন্যাভিগেশন, কাস্টম স্কোরবোর্ড, আটো লোড পোষ্ট, ৪ রকমের স্কিন প্রিসেট, ৯ রকমের ফিচার পোষ্ট অপশন, ৮ রকমের আর্টিকেল টেমপ্লেট, ৭০০+ গুগল ফন্ট, WooCommerce ও bbPress ইন্টিগ্রেশন এবং আরও অনেক কিছু।
এই ওয়ার্ডপ্রেস থিমটি একটি পাওয়ারফুল ও কাস্টমাইজেবল সাইটের জন্য পার্ফেক্ট চয়েস। এটির সাহায্যে খুব সহজেই সাইট কাস্টমাইজ করা যায়।



৮। Bimber
Bimber থিমটি BuzzFeed এর মত সাইট তৈরি করার জন্য একটি পার্ফেক্ট থিম। Bimber থিমটি রেসপনসিভ, SEO অপটিমাইজড, সকল জনপ্রিয় SEO প্লাগিন অপটিমাইজড, Google PageSpeed এর জন্য অপটিমাইজড, মাইক্রোডাটা ও রিচ স্নিপেট সাপোর্টেড, আর এতে বেশ কিছু অ্যাড উইজেট রয়েছে।
থিমটি সহজেই ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার দিয়ে কাস্টমাইজ করা যায়, এতে চাইল্ড থিম সাপোর্টও রয়েছে, যাতে নিরাপদে থিমটি এডিট করা যায়, আর এজন্য কোণ থিম আপডেটের সাথে আগের এডিট করা কাস্টমাইজেশন গুলো হারিয়েও যায় না। আর, এর সাথে একটি ওয়ান ক্লিট ইনশটল দেমো আছে, যেন সহজেই ইন্সটল করে সাইট তাড়াতাড়ি রানিং করা যায়।



৯। Herald
Herald নিউজ ও ম্যাগাজিন সাইটগুলোর জঙয় একটি প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম। এই থিম হাই লেভেল কাস্টমাইজেশন অপশন অফার করে, প্রায় ৫০০ ভ্যারিয়েশন সহ। আর্টিকেল লিস্টিং লেআউট সহ অনেক উন্নত কাস্টমাইজেশন কোনরকম কোডিং জ্ঞান ছাড়াই প্রয়োগ করার সুবিধা এই থিমে রয়েছে।
Herald থিমে WooCommerce ও bbPress ইন্টিগ্রেশন সুবিধা রয়েছে, আর পাঠকরা সহজেই এই থিমের দ্বারা কন্টেন্ট ও প্রডাক্ট রেটিং দিতে পারেন। এটি স্পিডের জঙয় অপটিমাইজ করা, তাই ওয়েবসাইট অনেক দ্রুত লোড হয়। এই থিম বিভিন্ন রকমের ইমেজ সাইজও সাপোর্ট করে, তাই ডিভাইস নির্বিশেষে সকল রকমের স্ক্রিনেই ওয়েবসাইট সুন্দর দেখায়।



১০। Goodlife
Goodlife থিমে অনেকগুলো কাস্টম লেআউট অপশন রয়েছে, যা দিয়ে আপনি আপনার ইচ্ছামত ওয়েবসাইট বানাতে পারেন। এই থিমের সকল হোমপেজ লেআউট রেসপনসিভ, ৩ টি ভিন্ন রকমের হেডার স্টাইল দেয়া আছে ও স্মার্ট অ্যাড এরিয়াও এই থিমে দেয়া আছে।
এই থিমে অনেক প্লাগিন বিল্টইন রয়েছে, যেমন - Visual Composer, Viral Quiz Builder, Maintenance Pro, Essential Grid and Rankie, যার সাহায্যে অনেক সহজে ইন্টার্যাকটিভ ফিচার ও ইউনিক লেআউট তৈরি করা সম্ভব হয়। Goodlife থিমটি SEO ও স্পিড অপটিমাইজড, এতে অনেক কাস্টমাইজেশন অপশনও দেয়া আছে।



১১। Chirps
Chirps এ ১৩ রকম আর্টিকেল লেআঊট, ১৪ রকম পেজ ডিজাইন, আর রঙিন রো আর কলাম তৈরি করার অপশন থাকায়, এই থিম দিয়ে অনেক ইউনিক ওয়েবসাইট বানানো যায়। প্রতিটি ইলিমেন্ট সেপারেটলি কাস্টমাইজ করা যায় থিমের পেজ বিল্ডারের সাহায্য নিয়ে।
এই থিমে মাল্টিপল হেডার লেআউট, গুগল ফন্ট, টাইটেল এরিয়া ওভারলে, ফিচার রিভিউ আর্টিকেল ইত্যাদি সহ অনেক ফিচার রয়েছে। Chirps সম্পুর্ন SEO অপটিমাইজড ও স্পিডের কথা মাথায় রেখে বানানো।



১২। Falive
Falive থিমের ক্লিন ও স্ট্রিমলাইনড লেআউট যে কোন লাইফস্টাইল ও ক্রিয়েটিভ ব্লগের জন্য মানানসই। Falive থিমে কালার, ফন্ট, প্যাডিং, হেডার লেআউট ইত্যাদি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজার দিয়ে এডিট করা যায়।
এখানে বক্স লেআইউট ও ফুল ইউদের মধ্যে সিলেক্ট করার অপশন রয়েছে। এই থিমে অপশনাল সাইডবার, পোষ্টের ভিতরে রিলেটেড পোষ্টের লিংক দেয়া, রেকমেন্ডেড পোষ্ট ডিসপ্লে করার অপশন আছে, যা পাঠকের স্ক্রোল করার সাথে সাথে প্রদর্শিত হয়। Falive সেটাপ করা খুবই সহজ, তাই আপনি সহজেই কন্টেন্ট ক্রিয়েশনে বেশি সময় ব্যয় করতে পারবেন সহজেই।



১৩। Jay
Jay একটি রেসপনসিভ ম্যাগাজিন থিম, এটি ক্লিন ও মডার্ন লুকের একটি থিম, এতে ৮ রকমের ডিফারেন্ট লে আউট ও প্যারালাক্স অপশন ফিচার করা হয়েছে। হোমপেজে বড় একটি ইমেজ ফিচার করা হয়েছে, যেটি একটি কাস্টম মেসেজ সহ ভিজিটরদের স্বাগতম জানানোর সবচেয়ে ভালো উপায়।
মাল্টিপল লে আইউট অপশন ব্যবহার করে সুন্দর একটি ওয়েবসাইট বানানো সম্ভব এই থিমটি দিয়ে। এছাড়াও এই থিমে শর্টকোড সাপোর্ট, পোষ্ট অথর সেকশন, রিলেটেড পোষ্ট সেকশন, ইনফিনিট স্ক্রোলিংম কাস্টম ফেসবুক, ইন্সটাগ্রাম, ফ্লিকার, ড্রিবল উইজেড সহ আরো অনেক ফিচার রয়েছে।



১৪। Bitz
যদি আপনার সাইটে তাজা খবর প্রকাশ করা হয়ে থাকেম তবে আপনার বেস্ট চয়েস হচ্ছে Bitz। এটায় বিল্ট ইন কাস্টম টাইমিং রয়েছে, তাই পাঠকের বুঝতে সুবিধা হবে, কোনটি একেবারে আপডেটেড নিউজ।
এই থিমে পাওয়ারফুল ফ্রন্টেন্ড ও ব্যাকেন্ড এডিটর রয়েছে, রিভিউ ফাংশনালিটি ও রিচ স্নিপেট ফাংশনালিটিও রয়েছে যা দ্বারা ওয়েবসাইটের প্রায় সকল ইলিমেন্ট কাস্টমাইজ করা সম্ভব (কাস্টমাইজেশন গুলো দেখার জন্য লাইভ প্রিভিউ অপশনও এতে বিল্টইন রয়েছে। এটি আসলেই একটি অনেক পাওয়ারফুল থিম)।
Bitz থিমে আকর্ষনীয় আর্টিকেল লেবেল, SEO ও WooCommerce সাপোর্ট ইন্টিগ্রেশন রয়েছে।



১৫। Examiner
Examiner থিমটি ফ্লেক্সিবল, ইউজার ফ্রেন্ডলি, এতে প্রচুর কাস্টমাইজেশন অপশনো রয়েছে। কিন্তু এটি খুব সহজেই সেটাপ করে ইউজ করা যায়। এই থিমে মাল্টিপল লে আউপ অপশন, রিভিউ সিস্টেম ও ২৪ টি কাস্টম উইজেট এরিয়া সাপোর্ট রয়েছে, যার জন্য এটি দিয়ে বেশ ইউনিক সাইট লে আইউট ডিজাইন করা যায়।
Examiner ম্যাগাজিন থিমটি পাবলিশার ও ব্লগার যারা তাদের পছন্দের জিনিষ পৃথিবীর কাছে তুলে ধরতে চান কিন্তু একেবারে গোড়া থেকে সাইট তৈরি করার সামর্থ্য নেই, তাদের জন্য বেষ্ট।



১৬। Master
Master একটি রেসপনসিভ ম্যাগাজিন থিম, এটি মডার্ন, শৈল্পিক, এটি তে ওয়ান ক্লিক ইন্সটলের সুবিধা রয়েছে। এতে ১০ টি রেডি টু ইউজ ডেমো রয়েছে, এই থিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যেন সাইট সাজিয়ে লাইভ করতে খুব সময় লাগে।
Master থিমে ৫ টি ভিন্ন ব্লগ লে আউট দেয়া আছে, ৩ রকমের স্লাইডার ডিজাইন, বিভিন্ন উপায়ে ক্যাটাগরি শো করার অপশন, ড্র্যাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার ও মাল্টি লিঙ্গুয়াল সাপোর্ট সহ আরো অনেক ফিচার রয়েছে। Master থিমের একটি কমপ্লিট অনলাইন ডকুমেন্টেশনও অনলাইনে দেয়া আছে, যাতে প্রতিটি জিনিষ স্ক্রিনশন ও ভিডিও দ্বারা ব্যাখা করা রয়েছে, তাই খুব সহজেই সাইট কাস্টমাইজ করার তথ্য পাওয়া যায়।



১৭। Voyager
Voyager থিমে ক্লিন ও মিনিমাল ডিজাইন ফিচার করা হয়েছে, এটি লাইফস্টাইল, ফ্যাশন ও ট্রাভেল ব্লগের জন্য মানানসই একটি থিম। অথবা পোর্টফোলিও বানাতেও এর ব্যবহার হতে পারে। এতে ৫ টি আলাদা হোমপেজ ডিজাইন রয়েছে, তাই এঁকে একেক নিশের জন্য ভিন্ন রকম করে সাজিয়ে নেয়া যায়।
Voyager থিম সম্পুর্ন রেসপনসিভ, এতে WooCommerce ইন্টিগ্রেশন রয়েছে, বিল্ট ইন পপ আপ রয়েছে, আর ভিজিটরদের সাবস্ক্রাইবার বানাতে অনেক ফিচার দেয়া আছে। যাদের মূল লক্ষ্য সাইটের দ্বারা ইমেইল লিস্ট বাড়ানো, তাদের জন্য Voyager থিমটি খুবই ভালো চয়েস।



১৮। Metz
Metz একটি ফ্যাশন ওরিয়েন্টেড এডিটোরিয়াল থিম, এটিতে ক্লিন ডিজাইন ও নিখুঁত টাইপোগ্রাফি ফিচার করা হয়েছে, যাতে এই নারী পাঠকদের বিশেষভাবে নজর কাড়ে।
এই থিমটির ডিজাইন মোবাইল ফ্রেন্ডলি ও রেসপনসিভ, তিনটি পজিসনে ব্যবহার করার জন্য স্লাইডার রয়েছে, WooCommerce সাপোর্টও রয়েছে, ৫ রকমের লে আইউট অপ্সহন, ৪ রকমের হেডার ভিউ ও ১৩ রকমের কাস্টম উইজেট রয়েছে।



১৯। Magzilla
Magzilla একটি ফিচার সমৃদ্ধ থিম, এটি নিউজ সাইট, ম্যাগাজিন ও ব্লগ ওয়েবসাইটের জন্য একটি ভালো চয়েস। এটি সম্পুর্ন রেসপনসিভ, ফ্লেক্সিবল একটি ওয়ার্ডপ্রেস থিম, এই কন্টেন্ট মিনিমাল ডিজাইনে ফ্যাশনেবল ভাবে তুলে ধরার জন্য ডিজাইন করা হয়েছে।
এতে আনলিমিটেড কালার অপশন, আনলিমিটেড পেজ টেমপ্লেটস সহ আরো অনেক ফিচার রয়েছে। এছাড়াও এই থিমে মাল্টি লিংগুয়াল SEO সাপোর্ট, ভিজুয়াল কম্পোজার প্লাগিন ও বিস্তারিত ডকুমেন্টেশন রয়েছে যা সেটাপ প্রসেসে সাহায্য করে থাকে।



২০। Matador
Matador একটি ক্লিন ও স্টাইলিশ ম্যাগাজিন থিম, এটিতে ট্যাডিশনাল মেসনারি থেকে শুরু করে স্লাইডার ফোকাসড সহ আরও অনেক বিভিন্ন রকমের লেআউট রয়েছে। এটিতে সম্পুর্ন রেসপনসিভ ডিজাইন, কালার প্রিসেটস স্কিম, শর্টকোড সহ আরও অনেক ফিচার দেয়া রয়েছে, যার জন্য এই থিম দিয়ে অনেক দ্রুত সাইট তৈরি করা যায়।
এটিতে ২০ টি কাস্টম ইউজেড এরিয়া রয়েছে এবং অনেক কাস্টমাইজেশন অপশনও রয়েছে, যার জন্য সাইট নিজের জন্য করে সাজিয়ে নেয়া খুবই সহজ হয়ে যায়।



২১। Read & Digest
এই থিমে ১৪ রকমের হোমপেজ লে আউট, সম্পুর্ন রেসপনসিভ ডিজাইন, বোল্ড টাইপোগ্রাফি সহ অনেক ফিচার রয়েছে যার জন্য Read & Digest থিমটির সাহায্যে অনেক দৃষ্টিনান্দনিক ম্যাগাজিন না নিউজ সাইট তৈরি করা সম্ভব।
এতে কমপ্রিহেনসিভ অপশন প্যানেল দেয়া আছে যার সাহায্য সহজ কাস্টমাইজেশনের মাধ্যমে সাইটে পার্সোনাল টাচ দেয়া সহজ হয়ে যায়। এই থিমে WooCommerce, Contact Form 7 প্লাগিন ইন্টিগ্রেশন, চাইল্ড থিম সাপোর্ট আছে, তাই নিরাপদে থিম ফাইল এডিট করা যায়।



২২। Soledad
Soledad একটি মাল্টি কনসেপ্ট ব্লগ ও ম্যাগাজিন থিম, এতে ২০০ এরও বেশি স্লাইডার ও ব্লগ লে আইউট কম্বিনেশন রয়েছে, ৩ টি সাইড বার লে আউট, ৫ টি আর্টিকেল লে আউট, ৬ টি পেজ লে আউট রয়েছে যার ফলে এটি দিয়ে ইউনিক সাইট ডিজাইন তৈরি করার সম্ভাবনা সীমাহীন হয়ে ওঠে।
এই থিমে ভিডিও ব্যাকগ্রাউন্ড সাপোর্ট রয়েছে, সাথে WooCommerce সাপোর্ট, অনেক কাস্টমাইজেশন অপশন ও ওয়েবসাইটের মালিকের এডিটিং এর জন্য অনেক ফিচার দেয়া আছে।



২৩। Paperback
Paperback একটি ম্যাগাজিন স্টাইলড থিম, এটি দিয়ে দ্রুত কন্টেন্ট হেভি নিউজ সাইট সাজিয়ে নেয়া যায়। সেই কন্টেন্ট ইমেজ, অডিও, ভিডিও, গ্যালারি সহ যা ইচ্ছা তাই হতে পারে। Paperback সম্পুর্ন রেসপনসিভ ও কাস্টমাইজেবল একটি থিম। এই থিমে Jetpack ও শর্টকোড সাপোর্ট রয়েছে।
এই থিমে মাল্টিপল হোমপেজ টেমপ্লেট, প্রিমিয়াম টাইপকিট টাইপোগ্রাফি, বেশ কয়েকটি বিল্টইন কালার স্কিম ও স্প্ল্যাশ কালার অপশন রয়েছে।
আপনি এখনই আপনার ম্যাগাজিন, নিউজ বা প্রফেশনাল ব্লগ এই থিমের সাহায্যে সেটাপ করে ফেলতে পারেন! এবং প্রকাশনার কাজ শুরু করে দিতে পারেন।



ম্যাগাজিন ও নিউজ সাইট বানানোর বেষ্ট প্র্যাকটিস
একটি ভালো জনপ্রিয় নিউজ সাইট না ম্যাগাজিন ডিজাইন করা মোটেই সহজ কাজ নয়। লেটেস্ট টেকনিট ও বেস্ত প্র্যাকটিস ফলো করা ছাড়াও, ৩ টি বিষয় ডিজাইন করার সময় মাথায় রাখতে হবে।
- কন্টেন্ট সাইটের সেন্টারে পজিশন করতে হবে যাতে পাঠক যেই ডিভাইসই ব্যবহার করুক, যেন সহজেই পড়া সম্ভব হয়।
- কন্টেন্ট দৃষ্টিনান্দনিক উপায় উপস্থাপন করা, যাতে ইমেজ ও ডিজাইন দিয়ে পাঠকদের আকর্ষিত করা যায়।
- ডিজাইন অর্গানাইজড ও স্ট্রাকচারড হতে হবে, যেন ঘিঞ্জি ও অতিরিক্ত জটালো না মনে হয়।
একটি থিম সিলেক্ট করার পরে, যেটি উপরে বর্নিত সকল শর্ত পূরণ করে, পরবর্তি ধাপ হচ্ছে সেটি প্রপারলি ইন্সটল করা। তার পর বাকি সব।
বেষ্ট ওয়ার্ডপ্রেস থিমটি নির্বাচন করুন
মার্কেটে এতবেশি পরিমান ওয়ার্ডপ্রেস থিম রয়েছে, যে কোনটি আপনার সাইটের জন্য সঠিক হবে, সেটি নির্বাচন করায় যথেষ্ট সময় চিন্তা করতে হয়।
এমন একটি থিম সিলেক্ট করুন, যেটি আপনার ব্র্যান্ডিং এ সহায়তা করে, আপনার কন্টেন্ট আপনার সাইটের মানানসই স্টাইলে শোকেস করে, আর সকল ডিভাইসে সাইট যথাযথভাবে ডিসপ্লে করে।
থিম ফরেস্টের ব্যপক ওয়ার্ডপ্রেস থিম কালেকশন থেকে থিম সিলেক্ট করে আপনি সহজেই নিজের সাইটের কাজ শুরু করে দিতে পারেন।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Web Design tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weekly