Bengali (বাংলা) translation by Shuvendu Biswas (you can also view the original English article)
তুমি ঠিক যেমনটি চাও তোমার ডিজাইনটিকে ঠিক সেইভাবে পেতে CSS Box Model বোঝা খুবই গুরুত্বপূর্ণ । এই কোর্স "CSS Box Model এর আদ্যপান্ত " কমপ্লিট করার পর তুমি CSS Box Model এ মাস্টার হতে পারবে এবং তোমার লেআউট এর উপর পূর্ণ কন্ট্রোল রাখতে পারবে ।
এই কোর্সটির ব্যপ্তিকাল ১ ঘন্টারও কম , সুতারাং তুমি অন্যান্য কাজের পাশাপাশি এটি দেখতে পারবে । এবং সব থেকে বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি :)
তুমি যা যা শিখতে পারবে
এই কোর্স এ , Tuts+ instructor Craig Campbell তোমাদের শেখাবে কিভাবে margin , padding , এবং বিভিন্ন পরিস্থিতিতে styles নিয়ন্ত্রণ করে তুমি CSS Box Model এর বস হতে পারবে । ;) এই শর্ট কোর্সের পর তুমি জানতে পারবে কিভাবে তুমি তোমার ফ্রন্ট-এন্ড লে-আউট কে খুব ই কম সময়ে পূর্ণ কনট্রোল করতে পারবে - Downton Abbey.
শুরুর কিছু কথা
এই কোর্সে অংশ নিতে হলে
এই কোর্সে অংশ নিতে হলে , তোমাকে course page এ গিয়ে প্রয়োজনীয় steps গুল অনুসরণ করে একটা ফ্রি account খুলতে হবে। যদি তোমার ইতিমধ্যে একটা account থেকে থাকে তাহলে সেখানে log in করে কোর্সটি ঠিকভাবে শুরু করতে পারবে ।
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Web Design tutorials. Never miss out on learning about the next big thing.
Update me weeklyEnvato Tuts+ tutorials are translated into other languages by our community members—you can be involved too!
Translate this post