Advertisement
  1. Web Design
  2. UX/UI

ফিগমা প্রোপার্টিজ টিপস

Scroll to top
This post is part of a series called Figma Tips and Tricks.
Figma Project, Page & Artboard Tips
Figma Image Tips

() translation by (you can also view the original English article)

ফিগমাতে অবজেক্ট এর উপর বেশ কিছু প্রপার্টি আছে যা প্রয়োগ করা যেতে পারে। ফিগমা টিপস এবং ট্রিকস সিরিজের এই অংশে আমরা দেখবো কিভাবে প্রপার্টি সমূহের সাথে আরো ভালোভাবে এবং দ্রুত কাজ করার বেশ কিছু উপায়!

টিপস দেখুন

১। অবজেক্ট সমূহের মধ্যে এক অথবা একাধিক প্রোপার্টিসমূহ কপি করা

ফিগমাতে আপনি একটি অবজেক্টের সবগুলো প্রোপার্টি কপি করতে পারেন, অথবা একবারে মাত্র একটি প্রোপার্টি কপি করতে পারেন। একটি অবজেক্টে থাকা সবগুলো প্রোপার্টি কপি করতেঃ এটাকে সিলেক্ট করে, তারপর Edit > Copy Properties এ যান, অথবা শর্টকাট (CTRL or CMD) +ALT + C ব্যবহার করুন, তারপর আপনার নতুন অবজেক্টটি সিলেক্ট করুন এবং Edit > Paste Properties  অথবা (CTRL or CMD) + ALT + V কীসমূহ একত্রে চাপুন।

কোনও অবজেক্টের মাত্র একটি প্রোপার্টি কপি করতে অবজেক্টটি সিলেক্ট করুন, তারপর Properties প্যানেলে যান এবং একটি প্রোপার্টির বামপাশে ক্লিক করুন (যেমন Fill)। এর ফলে কেবল এই একটি প্রোপার্টিই সিলেক্ট হবে, তারপর আপনি (CTRL or CMD) + C  চেপে তা কপি করতে পারেন। সিলেক্ট করা অবজেক্টে (CTRL or CMD) + V  দিয়ে এই প্রোপার্টিটিকে পেস্ট করা যাবে।

কোনও প্রোপার্টি সিলেক্ট করা অবস্থায় SHIFT কী চেপে ধরে রাখলে আপনি কোন প্রোপার্টি কপি করতে চান তা ঠিক করার সুযোগ পাবেন।  

Copy all properties in FigmaCopy all properties in FigmaCopy all properties in Figma

২। “Squircles” দিয়ে কর্নারসমূহ মসৃণ করা

“squircles” ব্যবহার করে আপনি কর্নারগুলো কতটা মসৃণ হবে তা ঠিক করতে পারেন। গোলাকার কর্নারসহ কোনও অবজেক্টের উপর, প্রোপার্টিজ প্যানেল থেকে স্বাধীনভাবে কোনও কর্নার নিয়ন্ত্রণ করার জন্য Independent Corners অপশনে ক্লিক করুন, তারপর রেডিয়াস মানের পাশে মেনু আইকনে ক্লিক করে Corner Smoothing স্লাইডারটি খুলুন। এই মানের পরিবর্তন বক্রতার পরিমান নিয়ন্ত্রণ করে, যার ফলে বিভিন্ন ধরনের কর্নার স্মুদিং ইফেক্ট পাওয়া সম্ভব।

Smooth Out Corners With Squircles in FigmaSmooth Out Corners With Squircles in FigmaSmooth Out Corners With Squircles in Figma

৩। ইটালিক, আণ্ডারলাইন এবং বোল্ড টগল করা

ওয়ার্ডপ্রসেসিং এপ্লিকেশনের মতই, আপনি শর্টকাট ব্যবহার করে যখন আপনি টেক্সট অবজেক্ট সিলেক্ট করবেন তখন ইটালিক (CTRL or CMD) + i, আণ্ডারলাইন (CTRL or CMD) + u, এবং বোল্ড (CTRL or CMD) + b করতে পারেন।

Toggle Italic Underline and BoldToggle Italic Underline and BoldToggle Italic Underline and Bold

৪। মানসমূহ স্ক্রাব করা

টাইপ করার পরিবর্তে, আপনি কোনও সেটিংস ফিল্ড থেকে (আপনার প্ল্যাটফর্ম অনুযায়ী) ALT  অথবা  OPTION  চেপে, ডান অথবা বামদিকে মানসমূহ টেনে নিতে পারেন।

Scrub Values in FigmaScrub Values in FigmaScrub Values in Figma

৫। রঙের মান পরিবর্তন করা

আপনি উপরের অথবা নিচের তীর চিহ্ন চেপে কালার পিকারের মান (অথবা ফিল্ড) ঠিক করতে পারেন। একসাথে অনেকগুলো পরিবর্তন করতে হলে একইসাথে SHIFT কী চেপে ধরে রাখুন।

হেক্স কোডের তিনটি মান, অথবা সম্পূর্ণ পরিবর্তন হবে কিনা তা মূলত নির্ভর করে হেক্স কোডের কোন অংশ সিলেক্ট করা হয়েছে তার উপর।

Nudge Color Values in FigmaNudge Color Values in FigmaNudge Color Values in Figma

ফিগমা লার্নিং রিসোর্সসমূহ

ফিগমাতে প্রোপার্টিসমূহ নিয়ে কাজ করার জন্য এই হচ্ছে পাঁচটি সহায়ক কুইক টিপস। ফিগমার উপর টাটসপ্লাসে আমাদের সিরিজ কোর্স দেখে আপনার দক্ষতা অন্য মাত্রায় নিয়ে যান:

এই টিউটোরিয়ালে ব্যবহৃত ইউআই কিটটি ফিগমার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ যা আপনি এনভেটো এলিমেন্টে পাবেন:

Market Dashboard SalesMarket Dashboard SalesMarket Dashboard Sales
মার্কেট ড্যাশবোর্ড সেলস
First Order UIUX ToolFirst Order UIUX ToolFirst Order UIUX Tool
ফার্স্ট অর্ডার ইউআই/ইউএক্স টুল
Instagram Posts PackInstagram Posts PackInstagram Posts Pack
ইন্সটাগ্রাম পোস্টস প্যাক
Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Web Design tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.