ফিগমা অবজেক্ট সিলেকশন টিপস
Bengali (বাংলা) translation by Bint Salim (you can also view the original English article)
ফিগমা টিপস সিরিজের দ্বিতীয় পোস্টে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা অবজেক্ট সিলেকশনের উপর তিনটি টিপস নিয়ে আলোচনা করবো, চলুন তাহলে শুরু করি!
টিপস দেখুন
১। একই বৈশিষ্ট্যের সবগুলো অবজেক্ট সিলেক্ট করা
ফিগমাতে আপনি একই রকম বৈশিষ্ট্যের সবগুলো অবজেক্ট একসাথে সিলেক্ট করতে পারবেন। এটা দিয়ে সবচেয়ে ভালো কাজের উপায় আমি যেটা পেয়েছি তা হচ্ছে একই ফন্টের সবগুলো টেক্সট অবজেক্ট একত্রে সিলেক্ট করা এগুলোর ফন্ট পরিবর্তন করা।
যেমন, আমি এমন একটি হেডিং সিলেক্ট করেছি:



তারপর আমি Main menu > Edit > Select all with same font এ গিয়েছি। এতে একই ফণ্ট সেটিংসের সবগুলো ফন্ট সিলেক্ট হয়ে যাবে, তারপর আমি এই সেটিংসগুলো এই ডকুমেন্ট থেকে একবারেই পরিবর্তন করে ফেলবো।
এই প্রক্রিয়াটি অন্যান্য বৈশিষ্ট্যের ক্ষেত্রেও সমানভাবে কাজ করবে। যেমন, (শেইপ, টেক্সট ইত্যাদি) সব ধরণের অবজেক্ট থেকে ভরাট রঙ পরিবর্তন করা। এজন্য আমি Main menu > Edit > Select all with same fill এ যাবো, তারপর প্রোপার্টিজ প্যানেল থেকে ভরাট রঙ পরিবর্তন করে দিবো।



২। দ্রুত পার্শ্ববর্তী লেয়ার সিলেক্ট করা
এটা আসলেই একটি কুইক টিপ: TAB চাপলেই পরের লেয়ারটি সিলেক্ট হয়ে যাবে (SHIFT + TAB এর মাধ্যমে আগেরটি সিলেক্ট হবে)।
৩। গ্রুপ এবং ফ্রেমসমুহ তৈরি/বাদ দেয়া
এটা আরও একটি সহজ টিপ: আমরা ইতিমধ্যেই গ্রুপ অথবা লেয়ার নিয়ে আলোচনা করেছি, কিন্তু নেস্টেড গ্রুপের নিচে নেমে আসতে ENTER চাপতে হবে। পুনরায় উপরে যেতে SHIFT + ENTER চাপতে হবে।



ফিগমা লার্নিং রিসোর্সসমূহ
আরও টিপস জানতে, এবং পেশাদারীতার সাথে ফিগমা ব্যবহার করতে নিচের কোর্স সিরিজগুলো দেখুন:
- ইউআই ডিজাইনফিগমা পরিচিতিআদি পুর্দিলা
- ফিগমাবিয়ন্ড দ্য বেসিক: ফিগমাআদি পুর্দিলা
- ফিগমাফিগমাতে প্রোটোটাইপিং এর নির্দেশিকাআদি পুরদিলা
- Carmel DeAmicis এবং Valerie Veteto কে তাদের নিয়মিত কমিঊনিটি টিপসের জন্য ধন্যবাদ- এগুলো চেক করে দেখুন!
- blog.figma.com
- www.figma.com
এই টিউটোরিয়ালে ব্যবহৃত ইউআই কিটটি ফিগমার সাথে কম্প্যাটিবল এবং এনভেটো এলিমেন্টে পাবেন:


