কিভাবে একটা ক্লিন ওয়ার্ডপ্রেস থিম দিয়ে একটি মডার্ন ওয়েবসাইট তৈরি করবেন
Bengali (বাংলা) translation by Arnab Wahid (you can also view the original English article)
ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করা অনেক সহজ। কারণ এটা ব্যবহার করা অনেক সহজ।
ওয়ার্ডপ্রেসের জন্য সহজলভ্য অনেক থিম থাকায়, যে কোন রকমের সাইট বানানো যায় খুব সহজেই।
আপনি যেমন ওয়েবসাইটই বানাতে চান, ওয়ার্ডপ্রেস দিয়ে বানিয়ে নিতে পারবেন। এতে করে বানানোতে কম সময় দিয়ে, বেশি সময় আপনি কাস্টমারের জন্য দিতে পারবেন।



ক্লিন ওয়ার্ডপ্রেস থিমের আরেকটি সুবিধা হচ্ছে, এটার সিম্পল ডিজাইনের কারণে এটার পারফর্মেন্স অনেক ভালো।
ফাইনালি, একটা ক্লিন থিম ইমেইল লিস্ট বিল্ডিং এ সহায়তা করে।
এই টিউটোরিয়ালে আমরা একটা মডার্ন সাইট বানানো শিখবো!
কিভাবে ক্লিন থিম দিয়ে একটি মডার্ন ওয়ার্ডপ্রেস সাইট বানাবেন
নিজের সাইট নিজে বানানো কঠিন মনে হলেও এটা দ্রুত ও সহজেই করা যায়।
যা যা লাগবে
ওয়েবসাইট বানানোর আগে কিছু জিনিষ লাগবে। যেমনঃ
১। আপনার ডোমেইন নেম
প্রথমেই যা লাগবে, সেটা হচ্ছে একটা ডোমেইন নেম। এটা আপনার ব্লগের নাম বা ব্যবসার ব্র্যান্ড নেম হতে পারে। ডোমেইনের এক্সটেনশন কি হবে তাও খেয়াল রাখতে হবে।
আবার ডোমেইন আপনার নামও হতে পারে। পার্সোনাল রেজুমে সাইট বানানোর জন্য সেটাই বেষ্ট ডোমেইন চয়েস।
২। ওয়ার্ডপ্রেস সাপোর্ট সহ হোস্টিং প্ল্যান
ডোমেইনের পরেই লাগবে হোস্টিং। থিম ফরেস্টের কিছু থিমের সাথে এনভাটো হোস্টেড সার্ভিসের অফার থাকে।



প্রায় সব হোস্টিংই ওয়ার্ডপ্রেস সাপোর্ট করে। ব্যাতিক্রমও কিছু আছে, তবে বেশি না।
৩। একটা ক্লিন প্রিমিয়াম থিম
আপনার একটা ক্লিন থিমও লাগবে। প্রিমিয়ামের সুবিধা হচ্ছে এতে ডেভেলাপার সাপোর্ট পাওয়া সহজ হয়। এতে করে থিম রেগুলার আপডেট পাবে।
এই টিউটোরিয়ালে আমরা Roneous WordPress theme ব্যবহার করব। এই থিমে ২৫টিরও বেশি হোমপেজ ডিজাইন রয়েছে।



৪। কন্টেন্ট ও ইমেজ
শেষ যা লাগবে, তা হচ্ছে কন্টেন্ট ও ইমেজ। স্টক ফটো পেতে এনভাটো ইলিমেন্টস চেক করতে পারেন। প্রফেশনাল ফটো ঘোলা হয় না। তাই দেখতে ভালো হয়।
ঘোলা ছবি দেখে ভিজিটর কখনও বিরক্ত হবে না। সাইটে আগের ক্লায়েন্টদের টেস্টিমোনিয়ালও রাখতে পারেন। বিশেষ করে যদি ব্যবসার জন্য ওয়েবসাইট হয়।
শুরু করা
ওয়ার্ডপ্রেস, থিম, প্লাগিন ইত্যাদি ইন্সটল করে নিয়ে আমরা সাইট বানানোর কাজে হাত দিবো।
১। ওয়ার্ডপ্রেস ইন্সটল
হোস্টিং এর cPanel এ যান। সেখানে লগিন করুন।
এরপর ইন্সটল স্ক্রিপ্ট বা তেমন কোন নামের সেকশনে ওয়ার্ডপ্রেসের লোগো ওয়ালা আইক্বণ খুঁজে বের করুন। ইন্সটল বাটনে ক্লিক করে ইন্সটল করুন।
এরপর পর পর আসা ধাপ গুলো পূরণ করে ইন্সটল শেষ করুন।
এবার শেষবারের মত ইন্সটল ক্লিক করে ইন্সটল কমপ্লিট করুন। ইন্সটল কমপ্লিট হলে, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে যান, ওখানে লগিন করুন।
২। ওয়ার্ডপ্রেস থিম ইন্সটল
Appearance > Themes > Add New এ গিয়ে Upload Theme সিলেক্ট করুন।
থিমের জিপ ফোল্ডার সিলেক্ট করে Upload চাপুন। ইন্সটল হওয়ার পর Activate ক্লিক করুন।
৩। প্লাগিন ইন্সটল ও অ্যাক্টিভেট
থিমের মতই প্লাগিন সেকশনে গিয়ে প্রয়োজনীয় প্লাগিন ইন্সটল করে নিন। প্লাগিন সিলেক্ট করে Install ক্লিক করুন। এরপর অ্যাক্টিভেট করে নিন।



কিভাবে ক্লিন সাইট তৈরি করবেন - দ্রুত
থিমের সেটিংস পেজে গিয়ে কি কি সেটিংস কাস্টমাইজ করা যায় চেক করে দেখুন।
কিভাবে হোমপেজ তৈরি করবেন
ড্যাশবোর্ডে Pages > Add New এ যান। Home নামে একটু নতুন পেজ তৈরি করুন।
স্ক্রিনশটে যেমন দেখতে পাচ্ছে, এখানে আপনি ভিজুয়াল কম্পোসার প্লাগিন ব্যবহার করতে পারবেন।



ব্যাকেন্ড এডিটর দিয়ে ইলিমেন্ট ও ব্লক অ্যাড করা যায়।



নিজে তৈরি করতে চাইলে প্লাগিনের এই ইলিমেন্ট গুলো ব্যবহার করুন।



আরেকটা উপায় হচ্ছে প্রিমেড টেমপ্লেট ব্যবহার করা। Roneous theme এর জন্য কন্টেন্ট কপি পেস্ট করেই বসানো যায়। এতে অনেক প্রিমেড টেমপ্লেট দেয়া আছে।



এখন হেডার ও পেজ টাইটেল রিমুভ করতে হবে, যেন পেজটি দেখতে ডেমোর মত হয়। পেজ এডিটর ওপেন করে Page Settings সেকশনে যান। Header layout থেকে No header এবং Page Title Layout: থেকে No Title সিলেক্ট করুন।



এবার থিম কাস্টমাইজার থেকে নতুন তৈরি করা হোমপেজটি ফ্রন্টপেজ হিসেবে সিলেক্ট করুন।



কিভাবে ব্লগ পেজ তৈরি করবেন
Blog নামের একটি নতুন পেজ তৈরি করুন। Settings > Reading এ গিয়ে ব্লগ পেজটিকে সকল ব্লগ পোষ্টের পেজ হিসেবে সিলেক্ট করুন।
শেষ!
ডেমো কন্টেন্ট ইমপোর্ট করা
Tools > Import এ গিয়ে WordPress Importer ব্যবহার করে নিন। এরপর রান করুন। ডেমো ব্যাকাপের ফাইল নির্বাচন করে Upload file and import ক্লিক করুন।
Download file attachments পেজ সামনে আসবে। পছন্দ মত এডিট করে Submit ক্লিক করুন।
ওয়ার্ডপ্রেস থিম সেটিংস কাস্টমাইজ করা
আমাদের স্ট্রাকচার রেডি। এখন থিম অপশন নিয়ে কাজ করব। Appearance > Customize দিয়ে থিম কাস্টমাইজার ওপেন করুন। এখানে থিমের কালার, ফন্ট, লোগো, ফুটার ইত্যাদি কাস্টমাইজ করা যায়।



এছাড়া Edit With Visual Composer বাটন ব্যবহার করে যে কোন পেজ লেআউট কাস্টমাইজ করতে পারবেন।
কিসে ভালো ওয়েবসাইট হয়
Clean and minimal websites আজকাল অনেক জনপ্রিয়।
১। যথেষ্ট হোয়াইটস্পেস
এতে কন্টেন্টের এম্ফেসিস বাড়ে। সাইট অনেক পরিষ্কার ও মডার্ন দেখা যায়।
২। বড় ইমেজ
ইমেজ সাইটের সৌন্দর্য বর্ধনের কাজে আসে। এটা ভিজিটরের নজরকাড়ে।
এনভাটো ইলিমেন্টস এ প্রফেশনাল স্টক ফটো কিনতে পাওয়া যায়ঃ
৩। টাইপোগ্রাফি
বড় ও বোল্ড ফন্ট ব্যবহার করুন। এতে সাইটের কন্ট্রাস্ট বাড়ে।
৪। মিনিমাল ন্যাভিগেশন
সাইটের লুক পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মেন্যু পরিপাটি ও মিনিমাল রাখুন।
৬। বোল্ড কালার
এতে ভিজুয়াল ইন্টারেস্ট বাড়বে এখন একেক সেকশন আলাদা করে নজরে আসবে।
একটা ক্লিন ওয়ার্ডপ্রেস থিম দিয়ে একটি মডার্ন ওয়েবসাইট তৈরি করা
এমন সহজে সাইট বানাতে আমাদের ক্লিন ওয়ার্ডপ্রেস থিম কালেকশন চেক করে দেখতে পারেন।