Advertisement
  1. Web Design
  2. UX/UI
  3. Web Typography

লেখকদের জন্য ওয়ার্ডপ্রেসঃ যে থিম লেখালেখির জন্য ভালো

Scroll to top

() translation by (you can also view the original English article)

লেখালেখি গুরুত্ব আমরা সবাই জানি। স্বাধীনতার ঘোষণা থেকে সংবিধানের খসড়া সব সামান্য শব্দ থেকেই শুরু হয়েছিল।

আজকাল লেখা আর লিখিত শব্দ পড়া অনেক কমে গেছে। আজকাল ওয়েবসাইটগুলো ইমেজ, অ্যানিমেশন, স্লাইডার, অ্যাড লাইক শেয়ারে ভরা। এতে করে সাইটে কি লেখা তা আর খুঁজে পাওয়া যায় না।

তাই আমরা এখন এমন কিছু ওয়ার্ডপ্রেস থিম দেখবো যেগুলো বিশেষভাবে লেখার জন্য ডিজাইন করা।

১। অমনোযোগী হওয়ার জিনিষ সরানো

লেয়াউট ক্লাটার ফ্রি থাকলে পড়ায় ফোকাস বাড়ে। তাই বলে এমন না যে কোন ইমেজ বা স্লাইডার একেবারেই ব্যবহার করা যাবে না। বেশি মুভমেন্ট ডিসট্র্যাকশন তৈরি করে, তাই ভেবে চিনতে সব জিনিষ বসানো উচিৎ।

Preface থিম ঠিক এসব জিনিষ চিন্তা করেই ডিজাইন ক্রয়া। এটাতে স্লাইডার আছে, ফিচারড ইমেজও ব্যবহার করা হয়েছে, কিন্তু তাই পড়াতে কোন সমস্যা হয় না। বড় অক্ষরের টাইপোগ্রাফী ব্যবহার করা হয়েছে এতে। এটা ন্যাভিগেট করাও অনেক সহজ।

PrefacePrefacePreface
Preface: লেখকদের জন্য একটি ওয়ার্ডপ্রেস থিম

২। বোল্ড, নজরকাড়া শিরোনাম ব্যবহার

এই থিমে বোল্ড হেডলাইন ও অনেক বেশি ফাঁকা যায়গা ফিচার করা হয়েছে। এটা সকল টাইপের কন্টেন্টের জন্য স্যুটেবল থিম না। এতে শুধু লেখাই ভালো দেখা যাবে। কিন্তু হেডলাইনের বিশেষ ডিজাইনের জন্য রচনা, প্রবন্ধ, ছোট গল্প - সকল রকম কন্টেন্ট এই থিমে ভালো দেখায়।

Forte থিমে গ্রিড লেয়াউটের ব্যবহার করা হয়েছে, এর বোল্ড টাইটেল ও ফাঁকা জায়গার ব্যবহার ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহারে সুবিধা করে দেয়। এটা সচিত্র টাইপোগ্রাফি ফুটিয়ে তোলার একটি চমৎকার উপায়। এ থেকে বোঝা যায় যে বড় ইমেজের সাথেও শব্দ ফুটিয়ে তোলা সম্ভব।

Forte - A Stylish WordPress Theme for WritersForte - A Stylish WordPress Theme for WritersForte - A Stylish WordPress Theme for Writers
Forte - লেখকদের জন্য একটি ওয়ার্ডপ্রেস থিম

৩। ক্লাসিক লেআউট ব্যবহার

যদিও মডার্ন কমপ্লেক্স লেআউট অনেক লোভনীয়, কিন্তু ট্র্যাডিশনাল সেটাপে টেক্সট সব সময় ভালো দেখা যায়। টু কলাম লেআউটে লেখা পড়তে অনেক সুবিধা। যদিও তা অনেক সাদামাটা, কিন্তু ব্লগের জন্য এমন পুরোনো ডিজাইন বেশ পার্ফেক্ট।

Textual একটি টেক্সট সেন্ট্রিক থিম, এতে ক্লাসিক ব্লগ ডিজাইন ফিচার করা হয়েছে। হেডলাইন অনেক বড়, লিংক পরিষ্কারভাবে লেখার থেকে আলাদা করে বোঝা যায়। চমকদার কিছুই নেই এতে - শুধু দরকারি জিনিষ রয়েছে।

Textual - A Text-Centric WordPress Blog ThemeTextual - A Text-Centric WordPress Blog ThemeTextual - A Text-Centric WordPress Blog Theme
Textual - একটি ব্লগ কেন্দ্রিক ওয়ার্ডপ্রেস থিম

৪। কন্ট্রাস্টিং কালার প্যালেট

এমন ডিজাইনে লেখা পড়তে সুবিধা হয়, পড়ার সময় পাঠকের ফোকাস ঠিক থাকে। সাইটের টেক্সটের কন্ট্রাস্ট ঠিক থাকলে রিডেবিলিটি অনেক বেড়ে যায়। বলে রাখি, আমার প্রথম চাকরি ছিলো স্কুলের পত্রিকায়। সেখানে বলা হত যে বড় শিরোনাম ও হালকা রঙের বাকগ্রাউন্ড ইউজার ফ্রেন্ডলি। সেই কথা আজও সত্য।

WordMag বাই ডিফল্ট সাদা ব্যাকগ্রাউন্ড ও কালো টেক্সট ব্যবহার করে। এই কন্ট্রাস্টিং কালার স্কিম ব্যবহার করা থিমে সিএসএস অ্যানিমেশন, প্যারালাক্স ও গ্রিড লেআউটের ব্যবহার করা হয়েছে। এই থিমের কোর ফোকাস হচ্ছে টাইপোগ্রাফি, এতে গুগল ফন্টস ও অ্যাডোব টাইপকিট দুটোই ব্যবহার করা হয়েছে।

WordMag - Typography Focused WordPress Magzine ThemeWordMag - Typography Focused WordPress Magzine ThemeWordMag - Typography Focused WordPress Magzine Theme
WordMag - টাইপোগ্রাফি ফোকাসড ওয়ার্ডপ্রেস ম্যাগাজিন থিম

৫। পাঠকের হাতে ক্ষমতা তুলে দেয়া

সাইটের টাইপোগ্রাফি সিলেক্ট করার অনেক রকম উপায় আছে, কিন্তু সাইটের কন্টেন্ট যদি মেইনলি টেক্সট হয়, তবে সেটা কেমন দেখা যাবে তার সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা পাঠকদের হাতে তুলে দেয়া যেতে পারে। তাদের নিজেদের স্টাইল করে নেয়ার টুলস তাদের দিলে, সাইটের লেখা পড়তে তাদের অনেক সুবিধা হবে, তারা হয়ত অনেক সময় নিয়ে সাইটের লেখাগুলো পড়ে দেখবে।

ReadWrite একটি মিনিমাল ওয়ার্ডপ্রেস থিম যেটা ইউজারদের লেখা কাস্টমাইজ করার টুলস দিয়ে থাকে। টেক্সট সাইজ, কালার, কন্ট্রাস্ট, ব্যাকগ্রাউন্ড কালার সবই পাঠক সাইটের হেডার থেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। এভাবে সিএসএস টুইক করে সাইটের UX বেষ্ট সেটাপ করে নেয়া যায়।

ReadWrite - Beautifully Minimal Writing Blogging WordPress ThemeReadWrite - Beautifully Minimal Writing Blogging WordPress ThemeReadWrite - Beautifully Minimal Writing Blogging WordPress Theme
ReadWrite - সুন্দর মিনিমাল লেখক/ব্লগিং ওয়ার্ডপ্রেস থিম

ভালো ডিজাইনের ফাউন্ডেশন 

চিন্তা করে দেখলে উপলব্ধি করবেন, যে ওয়েব ডিজাইনের ভিত্তিই হচ্চে টেক্সট। ইন্টারনেটের সূচনালগ্নে, সকল ওয়েবসাইটে টেক্সট ছাড়া কিছুই ছিলো না। এখন আমরা প্রতিনিয়ত এমনভাবে নতুন নতুন ফিচার এতে অ্যাড করেই চলেছি, যে আমরা টেক্সটের গুরুত্ব সামান্য ব্যাপারেই ভুলে বসি। সৌভাগ্যবশত, এমন থিমগুলো টেক্সটের ব্যবহার যথাযথ ভাবে করে থাকে - যেমনটা আসলে হওয়া দরকার।

Tuts+ এ টাইপোগ্রাফি সম্পর্কে আরও জানুন


Advertisement
Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Web Design tutorials. Never miss out on learning about the next big thing.
Advertisement
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.