1. Web Design
  2. MailChimp

আপনার ব্যবসায়িক নিউজলেটার উন্নত করতে সেরা কিছু মেইলচিম্প টেম্পলেট

Scroll to top
Read Time: 8 min

() translation by (you can also view the original English article)

মানুষ মেইলচিম্পকে ভালোবাসে কারণ এর সহজ-ব্যবহার উপযোগীতা এবং সুন্দর ডিজাইন। তবে মূল সমস্যা হলো, আপনার নিজস্ব কাস্টমাইজ করা টেম্পলেট মেইলচিম্পে ব্যবহার করা কঠিন হবে, যদি তা বিশেষভাবে মেইলচিম্পের জন্য অপ্টিমাইজ করা না থাকে। এ কারণে, আপনাকে হয় মেইলচিম্পের কোনও ইন্টারফেস বেছে নিতে হবে অথবা কোন তিক্ত ব্যবহার অভিজ্ঞতার মুখোমুখি হতে হবে। নাহয়, কোনও গ্রহনযোগ্য টেম্পলেট বেছে নিতে হবে।

সৌভাগ্যবশত, আমরা আমাদের মেইলচিম্প ইমেইল নিউজলেটার টেমপ্লেটগুলির তালিকা হালনাগাদ করেছি যা ব্যবহার করে পছনের স্টাইল পরিত্যাগ না করেই সহজ, ড্র্যাগ এবং ড্রপ ব্যবহার করে নিউজলেটার তৈরি করতে পারবেন।

Best Selling Mailchimp templatesBest Selling Mailchimp templatesBest Selling Mailchimp templates
সেরা বিক্রীত মেইলচিম্প টেমপ্লেটসমূহ - থিমফরেস্টে বিক্রয়ের জন্য প্রস্তুত আছে

সেরা মেইলচিম্প টেম্পলেটসমূহ

এখানে একটি সম্পূর্ণ তালিকা প্রদান করা হয়েছে যা নতুন এবং সেরা উদাহরণগুলোর সাথে হালনাগাদ করা। পরিশেষে, এগুলো কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে কিছু সহায়ক টিপস প্রদান করা হয়েছে।

১। ক্রিস্টমাস

ইমেইলে কিছুটা উৎসব উৎসব ভাব নিয়ে আসতে চাই, পারবো কি? অবশ্যই, কারণ ক্রিস্টমাস হচ্ছে চিত্রায়িত, খোশ –মেজাজের ইমেইল টেম্পলেট, যা উৎসবমুখর শুভেচ্ছায় ভরপুর। ঐতিহ্যবাহী অ্যানিমেটেড তুষার ঝড়ের স্পর্শ একটি শিরোনামে আলাদা রকমের সৌন্দর্য এনে দেয়।

ক্রিস্টমাসে Kbuilder 2.0 এবং বিভিন্ন ফরম্যাটের চারটি টেম্পলেটও অন্তর্ভুক্ত আছে।

Christmas - Email Templates Set Kbuilder 12Christmas - Email Templates Set Kbuilder 12Christmas - Email Templates Set Kbuilder 12
Christmas - Email Templates Set + Kbuilder 1.2

২। ম্যাগমা

ম্যাগমা হচ্ছে একটি আধুনিক ও পরিচ্ছন্ন টেম্পলেটের সেট যাতে ড্রাগ এবং ড্রপ সহ ৩৫ টি মডিউল আছে। এই সমতল ডিজাইনটি অসংখ্য শূন্যস্থান নিয়ে খুব সাধারণ ও মার্জিত ইমেইল তৈরি করে (তাদের জন্য আদর্শ যারা নুন্যতম ডিজাইন ভালবাসে)। এটাতে "Specs", "Reviews", "Blog", এবং "Partners" সহ কিছু নতুন মডিউল অন্তর্ভুক্ত করা হয়েছে।

Magma - Email Template EmailBuilderMagma - Email Template EmailBuilderMagma - Email Template EmailBuilder
Magma - Email Template + EmailBuilder

৩। লিয়ানা

বহুমুখী ব্যবহারের জন্য লিয়ানাতে আছে অসংখ্য কম্পোনেন্ট, যা আপনার নিজস্ব বিজনেস টেম্পলেট তৈরি, মার্কেটিং অথবা ই-কমার্স ইমেইল ক্যাম্পেইনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত।

বিভিন্ন ইমেইল ফরম্যাটে পরীক্ষিত, মেইলচিম্পের জন্য প্রস্তুত, ক্যাম্পেইন মনিটর, স্ট্যাম্প-রেডি, এবং সম্পূর্ণ রেস্পন্সিভ যা আপনাকে এখনে দীর্ঘ সময়ের জন্য ব্যস্ত রাখতে যথেষ্ট।

Liana - 200 Modules - Responsive Email with Mailchimp Editor StampReady BuilderLiana - 200 Modules - Responsive Email with Mailchimp Editor StampReady BuilderLiana - 200 Modules - Responsive Email with Mailchimp Editor StampReady Builder
Liana - 200+ Modules - Responsive Email with Mailchimp Editor & StampReady Builder

৪। মাল্টিমেইল

মাল্টিমেইল হচ্ছে গত বছরের সেরা বিক্রিত ইমেইল টেম্পলেট সেট। কারণ, এটাতে বহুবিধ ব্যবহারের জন্য দশেরও অধিক মানসম্মত মাল্টি-পারপাস ইমেইল টেম্পলেট আছে। এটা মেইলচিম্প ও অন্যান্য জনপ্রিয় ইমেইল মার্কেটিং প্রোভাইডরের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

কিন্তু যদি এটা যথেষ্ট না হয়, তাহলে এখানে আছে ১৭৯ এরও বেশী মডিউল যা দিয়ে অনেক কিছু করা সম্ভব—নিশ্চিত ভাবেই যা আপনাকে অসংখ্য ইমেইলের ভিড়ে আলাদা করে তুলতে সাহায্য করবে।

Multimail - Responsive Email Set MailBuild OnlineMultimail - Responsive Email Set MailBuild OnlineMultimail - Responsive Email Set MailBuild Online
Multimail - Responsive Email Set + MailBuild Online

৫।কেন্ট

কেন্টে আছে ৫০ এরও অধিক ড্র্যাগ এবং ড্রপ মডিউল। একই সাথে সমতল বৈশিষ্ট্য, যা সমসাময়িক ডিজাইনের সাথে সঙ্গতিপূর্ণ। এটা এজেন্সি, ই-কমার্স ও অন্যান্য কারিগরি ব্যবসায়ের জন্য আদর্শ ও নিখুঁত পছন্দ।

আপনি যদি কাস্টমাইজ করা যায় এমন টেম্পলেট খুঁজে থাকেন, তবে কেন্ট হচ্ছে নির্ভুল পছন্দ। এটার টেম্পলেটগুলো মানসম্মত HTML দিয়ে তৈরি (মেইলচিম্পের জন্য প্রি-ফরম্যাটিং ট্যাগ ছাড়াই), তাই আপনি খুব সহজেই ইমেইল পাঠানোর আগে সম্পাদনা করতে পারবেন।

Kent - Responsive Email StampReady BuilderKent - Responsive Email StampReady BuilderKent - Responsive Email StampReady Builder
Kent - Responsive Email + StampReady Builder

৬। ইমেইলিও

ইমেইলিওতে আছে দশেরও অধিক টেম্পলেট, যা ৬০ এরও অধিক আলাদা আলাদা মডিউল নিয়ে তৈরি। সাধারণ ইমেইল টেম্পলেট ছাড়াও ইমেইলিওতে আছে বৈবাহিক, রেস্টুরেন্ট, নতুন প্রোডাক্ট বাজারজাতকরণ ও রিয়াল এস্টেটের জন্য আলাদা টেম্পলেট।

ইমেইলিও আউটলুক (২০১৬) সংস্করণের সাথেও কাজ করতে সক্ষম যা কিনা অনেক প্রি-বিল্ট ইমেইল নিউজলেটারের সংগে সমস্যা সৃষ্টির জন্য কুখ্যাত।

Emailio - Responsive Multipurpose Email TemplateEmailio - Responsive Multipurpose Email TemplateEmailio - Responsive Multipurpose Email Template
Emailio - Responsive Multipurpose Email Template

৭। মোকা

মোকা হচ্ছে একটি ঐতিহ্যগত ব্যবসা-ভিত্তিক ইমেইল টেমপ্লেট যা কিনা এক নজরে আপনার পরিষেবাগুলি বর্ণনা করতে, দলীয় সদস্যদের তুলে ধরতে এবং এমনকি নির্দিষ্ট পণ্যগুলির উপর আলোকপাত করতে অতুলনীয়।

মোকাতে আছে আপনার নির্দিষ্ট কোম্পানির ব্র্যান্ড পরিচয়ের সঙ্গে মিল রেখে সীমাহীন রং নির্বাচন এবং বিচিত্র বৈশিষ্ট্যের সুবিধা।

Moka - Creative Email and Newsletter TemplateMoka - Creative Email and Newsletter TemplateMoka - Creative Email and Newsletter Template
Moka - Creative Email and Newsletter Template

৮। সুপ্রা

সুপ্রাতে আছে পছন্দ করে নেয়ার মত ভিন্ন ভিন্ন ২০ টি ইমেইল টেম্পলেট। যারা কাস্টমাইজ করা যায় এমন প্রি-বিল্ট টেম্পলেট চান, তাদের জন্য এটা একটা অন্যতম অপশন।

মানসম্মত ব্যবসা ও পণ্যভিত্তিক টেম্পলেটের পাশাপাশি সুপ্রাতে আছে অলাভজনক সংস্থা, উদ্যোক্তা-বিনিয়োগ, রেজিউমে এবং অন্যান্য রশিদের জন্য নির্ধারিত টেম্পলেট।

Supra - Pack of 20 Templates Online Template BuilderSupra - Pack of 20 Templates Online Template BuilderSupra - Pack of 20 Templates Online Template Builder
Supra - Pack of 20 Templates + Online Template Builder

৯। ইনকর্প

ইনকর্পের সামগ্রিক চিত্রটি খুব পরিপাটি, তীক্ষ্ণ এবং খুব নিয়মতান্ত্রিক।  আপনি যদি পেশাদারিত্ব এবং স্বচ্ছ মনোভাব নিয়ে যোগাযোগ করতে চান, তাহলে এই টেম্পলেটটি আপনার ইমেইল ক্যাম্পেইনের জন্য আদর্শ হতে পারে।

প্রাথমিকভাবে নভেম্বর ২০১৬ তে মুক্তি পেলেও ইনকর্প প্রতিটি আপডেটের সাথে নতুন নতুন বিভাগ ও টেম্পলেট প্রস্তাবনা করে আসছে।

inCorp - Corporate Email Newsletter TemplatesinCorp - Corporate Email Newsletter TemplatesinCorp - Corporate Email Newsletter Templates
inCorp - Corporate Email Newsletter Templates

১০। ডেসো

ডেসো হচ্ছে ব্যবসায়িক উদ্দেশ্যে তৈরি আরেকটি টেম্পলেট। মোকা (উপরে ৫ নম্বরে) যারা তৈরি করেছেন, তাঁরাই ডেসোও তৈরি করেছেন।

সহজে ব্যবহার যোগ্য অনলাইন এডিটর মডিউল ড্র্যাগ করে আনা নেওয়ার জন্য সেতুর মত কাজ করে, যা দিয়ে আপনার পছন্দের লেআউটের উপর খুব সহজেই কাজ করতে পারবেন। এবং রেডিমেড ডিজাইনের কারণে আপনি খুব সহজেই ভিত্তিমূল (রং এবং বিষয়বস্তু) পরিবর্তন করতে পারবেন। এতে আপনার ইমেইল ডিজাইনের বিন্দুমাত্র ক্ষতি হবে না। 

Deso - Email and Newsletter TemplateDeso - Email and Newsletter TemplateDeso - Email and Newsletter Template
Deso - Email and Newsletter Template

১১। আটেলার

আটেলার হচ্ছে সমসাময়িক একটি ব্যবসায়িক টেম্পলেট যা স্ট্যাম্পরেডি বিল্ডারের সাথে সামঞ্জস্যপূর্ণ। এবং দারুন সম্পাদনা করতে পারে।

বিভিন্ন সংস্থা এবং প্রযুক্তি কোম্পানীর জন্য এটি দারুন কাজের। আটেলারে আছে চার্ট বার এবং পণ্যের মূল্য সারণি সহ বেশ কিছু অনন্য মডিউল ডিজাইন।

Atellar - Email Newsletter StampReady BuilderAtellar - Email Newsletter StampReady BuilderAtellar - Email Newsletter StampReady Builder
Atellar - Email Newsletter + StampReady Builder

১২। ফ্যাশন এণ্ড ইকমার্স

খুব চটকদার নাহ; আপনি যদি আপনার পণ্য বা সেবা বিক্রির জন্য একটি পরিপক্ক ও উৎকৃষ্ট নান্দনিক ডিজাইন খুঁজে থাকেন, তবে আর ফিরে তাকাবেন না। এই টেম্পলেটটি আপনার প্রচারাভিযান বা ক্যাম্পেইন তৈরির জন্য কেবল মাত্র ৫৯ টি ভিন্ন ভিন্ন মডিউলই দেয় না। একই সাথে লেখকের ইমেইল তালিকায় যুক্ত হলে প্রতি মাসে একটি করে ফ্রি আনকোরা টেম্পলেট পাবেন।

Fashion Ecommerce - Responsive Email with Mailchimp Editor StampReady BuilderFashion Ecommerce - Responsive Email with Mailchimp Editor StampReady BuilderFashion Ecommerce - Responsive Email with Mailchimp Editor StampReady Builder
Fashion & Ecommerce - Responsive Email with Mailchimp Editor & StampReady Builder

১৩। ব্রিদি

ব্রিদি ব্যবসায়িকদের সংক্ষিপ্ত কিন্তু আধুনিক ইমেল ডিজাইন প্রদান করে যা বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পের বিপণনের ক্ষেত্রে ব্যবহৃত হতে পারে। 

এই টেম্পলেটের বিভিন্ন মডিউলে আছে পোর্টফলিওর জন্য আলাদা জায়গা, যেখানে আপনার সর্বশেষ ও সুন্দর কাজগুলো প্রদর্শন করতে পারবেন। একটি “স্কিলস” বা “দক্ষতা” সেকশন যেখানে সেবাসমূহ তুলে ধরতে পারবেন। এবং হাল্কা পটভুমির উপর একটি ক্লায়েন্ট সেকশন যেখানে আপনার পরিষেবার মান ও বৈশিষ্ট্য সম্পর্কে আপনার ক্লায়েন্ট বা গ্রাহকের মূল্যায়ন তুলে ধরা হয়েছে। সন্দেহ নেই, এই সবগুলো বিষয়ই আপনার নিউজলেটারটিকে অনন্য করে তুলতে যথেষ্ট।  

Breathe - Responsive Email Online BuilderBreathe - Responsive Email Online BuilderBreathe - Responsive Email Online Builder
Breathe - Responsive Email + Online Builder

১৪। উক্সমিল

বিভিন্ন সংস্থার জন্য একটি আড়ম্বরপূর্ণ নিউজলেটার, উক্সমিলে আছে পরিষ্কার লাইন ও দারুন ডিফল্ট স্টাইলিং। একই সাথে আপনি চাইলে নকশাটিতে যেকোনো পরিবর্তন ও সম্পাদনা করতে পারবেন। মেইলচিম্প, ক্যাম্পেইন মনিটর, স্ট্যাম্পরেডির সাথে সামঞ্জস্যপূর্ণ। একই সাথে সাধারন HTML টেম্পলেটের সাথেও সামঞ্জস্যপূর্ণ যা দিয়ে খুব দ্রুতই ক্যাম্পেইন তৈরি ও চালু করতে পারবেন।

Uxmill - Responsive Email TemplateUxmill - Responsive Email TemplateUxmill - Responsive Email Template
Uxmill. - Responsive Email Template

১৫। অ্যানি

শেষের আগে, অ্যানি হচ্ছে একটু ভিন্ন, শক্তিশালী নান্দনিক এবং কিছুটা সাহসী ও প্রভাবক ডিজাইন নিয়ে তৈরি একটি টেম্পলেট। এখানে বেশ কিছু গুগল ফন্ট ব্যবহার করা হয়েছে যেগুলো বেশ কিছু ইমেইল ক্লায়ন্টে কাজ নাও করতে পারে, কিন্তু সর্বোপরি এটা তেমন বড় কোনও সমস্যা হবে না বলেই ধরে নেয়া যায়। 

Anne Responsive Email StampReady BuilderAnne Responsive Email StampReady BuilderAnne Responsive Email StampReady Builder
Anne – Responsive Email + StampReady Builder

৩ ধরনের ইমেইল যা আপনার প্রেরণ করা উচিত (নিয়মিত নিউজলেটারের পাশাপাশি)

ফেসবুকে বা টুইটারের কোনও বার্তা থেকে ইমেলগুলি পাঁচগুণ বেশি দেখা হয়ে থাকে। এবং তাঁরা সর্বদাই সোশ্যাল মিডিয়ার চেয়েও বেশী কার্যকরী ফলাফল বয়ে আনে (এবং অন্যান্য সব মাধ্যম থেকেও)।

আপনি হয়তো ইতিমধ্যেই মানসম্মত ইলেইল নিউজলেটার প্রেরণের সাথে পরিচিত আছেন। সাধারণ শ্রোতাদের ক্ষেত্রে সপ্তাহে (কিংবা মাসে) একবার অথবা দুইবার ইমেইল পাঠানো হয়ে থাকে। এটা কাজে লাগে, কিন্তু শুধুমাত্র এক বিষয়েই।

আপনি যদি শুধুমাত্র একটি সাপ্তাহিক বা মাসিক নিউজলেটার পাঠিয়ে থাকেন, তাহলে যেন আপনি টেবিলে টাকা রেখে চলে আসেন।  মার্কেট রিসার্চ ফার্ম গার্টনারের একটি সমিক্ষা অনুযায়ী বিভিন্ন অবস্থা বা উপলক্ষ্যে পাঠানো বার্তা ৬০০% ভালো ফলাফল বয়ে আনতে সক্ষম।

আপনার ইমেইল মার্কেটিং ওয়ার্কফ্লোতে এই টেম্পলেটগুলো যুক্ত করে অল্প পরিশ্রমেই আপনি অনেক বেশী কাজ সম্পন্ন করতে পারবেন।  কারণ, আপনি চাইলে এই মেসেজগুলোকে স্বয়ংক্রিয়ভাবে চালিত করতে পারবেন। একবার শুধু সুন্দর ভাবে তৈরি করুন, তারপর অটোপাইলটে এগুলোকে সেটআপ করে দিন।

এখানে এক সপ্তাহে কয়টি ক্যাম্পেইন পাঠানো যেতে পারে (এবং যায়) তাঁর একটি তড়িৎ উদাহরণ দেয়া হয়েছে।

১। স্বাগত ইমেইল

এই ইমেইলগুলো সাধারণ প্রারম্ভিক ইমেইল, যা নতুন মানুষদের সঙ্গে পরিচিত হতে ও বিশ্বাসের ভিত্তি তৈরির জন্য প্রেরণ করা হয়। নতুন পরিচয় হলে সাধারণত ৭ বার ইমেইল পাঠানোর পর তাঁরা আপনাকে চিনতে শুরু করে। তাই নতুন গ্রাহক বা পরিচয় হলে একটি স্বাগত ইমেইলের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব তাঁদের কাছে পরিচিত হয়ে উঠুন।

২। বিক্রয়ের পর ইমেইল

নতুন কাস্টমার বা ক্লায়েন্টকে ইমেল পাঠিয়ে তাঁদের অর্ডার নিশ্চিত করা ও পরবর্তীতে কি করতে হবে তা মনে করিয়ে দেয়া নিঃসন্দেহে একটি স্মার্ট পদক্ষেপ। 

কিন্তু এগুলো বিশ্বস্ততা তৈরি করতে ও সাম্ভাব্য ক্রেতাকে পণ্য সম্পর্কে আশ্বস্ত করতে দারুন শক্তিশালী উপায়। 

ক্রয় করার পর একটি ইমেইল প্রেরণ, ক্রেতাকে পণ্য সম্পর্কে আগ্রহ বৃদ্ধি ও নতুন পণ্য কিনতে আগ্রহী করে তোলে। এছাড়াও তাঁর বন্ধু, পরিবার এবং কলিগদের এ ব্যপারে আগ্রহী করে তুলতে উৎসাহিত করে।

৩। পুরাতন গ্রাহকের কাছে ইমেইল

আমরা সব্বাই-ই একটা নির্দিষ্ট সময়ে ক্লায়েন্ট বা গ্রাহক হারিয়ে ফেলি। দুর্ভাগ্যবশত, এটাই সত্য।

আশার কথা হলো, এজন্য আপনাকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করতে হবে না। বরং আপনি নতুন ও পুরাতন অফারগুলোর উপর আলোকপাত করে ইমেইল পাঠিয়ে হারিয়ে যাওয়া গ্রাহকদের ফিরিয়ে আনতে পারেন।

এখনই একটি মেইলচিম্প টেম্পলেট বেছে নিন!

মেইলচিম্প হচ্ছে ব্যবহার করার জন্য সবচেয়ে সাধারণ ইমেইল মার্কেটিং সার্ভিস

কিন্তু যখন আপনি কোনও প্রাক-তৈরি টেম্পলেট আপলোড করতে যাবেন, যেগুলো মেইলচিম্পের জন্য বিশেষভাবে তৈরি করা হয় নি, সমস্যা তখনই সৃষ্টি হবে।

পুনরায় চিত্র সম্পাদনা ও অনুলিপি তৈরি করা বেশ কঠিন।  জিমেইল অথবা আউটলুকের সাথে সামঞ্জস্য তৈরি করাও দুঃস্বপ্নের মত। এমনকি এগুলো মোবাইলের জন্য রেস্পন্সিভও নয়।

সৌভাগ্যবশত, এখানে লিপিবদ্ধ মেইলচিম্প ইমেইল টেম্পলেটের সব গুলোই মেইলচিম্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, সহজে ব্যবহার-যোগ্য, ড্র্যাগ এবং ড্রপ মডিউল ব্যবহার করে। আজই ব্রাউজ করে আপনার ব্যবসার জন্য নিখুঁত ও পছন্দের টেম্পলেটটি বেছে নিন।

এই টেম্পলেটগুলো কোনও ধরনের নান্দনিকতা ও সৌন্দর্য ত্যাগ না করেই কাজ করবে। তাই আপনার ইমেইল নিউজলেটারটি নিজে সম্পাদনা করলে যেমন দেখাতো, এক্ষেত্রেও ঠিক তেমনি দেখাবে।

আজই ব্রাউজিং শুরু করুন এবং আপনার ব্যবসার জন্য নিখুঁত একটি টেম্পলেট বেছে নিন।

Did you find this post useful?
Want a weekly email summary?
Subscribe below and we’ll send you a weekly email summary of all new Web Design tutorials. Never miss out on learning about the next big thing.
Looking for something to help kick start your next project?
Envato Market has a range of items for sale to help get you started.